তামিম কবে থেকে খেলবেন, জানা যাবে আজ

অধিনায়ক মাশরাফি ও কোচ সালাউদ্দিনের সঙ্গে তামিম। অসুস্থতার জন্য খেলতে পারছেন না বিপিএলের চট্টগ্রাম-পর্ব। ছবি: প্রথম আলো
অধিনায়ক মাশরাফি ও কোচ সালাউদ্দিনের সঙ্গে তামিম। অসুস্থতার জন্য খেলতে পারছেন না বিপিএলের চট্টগ্রাম-পর্ব। ছবি: প্রথম আলো
>

আজ দুপুরের পর তামিম ইকবালের সবশেষ পরিস্থিতি জানা যাবে বলে জানিয়েছেন ঢাকা প্লাটুনের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন

এম এ আজিজ স্টেডিয়ামে আজ সকালে অনুশীলন করেছে ঢাকা প্লাটুন। তামিম ইকবালকে সেখানে দেখা যাবে না জানাই ছিল। ভাইরাল জ্বরের কারণে দলের সঙ্গে নিজ শহরে আসতে পারেননি ঢাকা ওপেনার। ব্যাটিং অর্ডার অনুযায়ী নেট সেশনে তাই আগে ব্যাটিং করেছেন দুই ‘হক’—এনামুল ও মুমিনুল।

অনুশীলন শেষে ঢাকার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন তামিমের সবশেষ পরিস্থিতি, ‘তামিম কালকে চিকিৎসকের কাছে গিয়েছে। জ্বরটা একটু কমেছে। তবে পেটে ব্যথা আছে। আসে কি না, আজ বলতে পারব।’ বিপিএলের চট্টগ্রাম-পর্বে তামিমকে দেখা যাবে কি না, এ প্রশ্নের জবাবে ঢাকা কোচ বললেন, ‘এখনো বলতে পারছি না। দুপুরের পর আমাদের জানানোর কথা।’

বিপিএলে ঢাকার হয়ে তিন ম্যাচ খেলেছেন তামিম। সবগুলো ম্যাচই খেলেছেন ঢাকায়। শেষ দুই ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তামিম। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলেছেন ৭৪ রানের ইনিংস। এরপর সিলেট থান্ডারের বিপক্ষেও করেছেন ৩১ রান।

ঢাকা ওপেনার এনামুল হক অনুশীলন শেষে জানালেন তামিমের অভাব টের পাচ্ছে দল, ‘তামিম ভাইয়ের অভাব তো সবাই টের পাবে। উনি থাকলে দলে আলাদা একটা প্রেরণা থাকে। শেষ ম্যাচে তার অভাব আমরা টের পেয়েছি। কারণ হাই স্কোরিং ম্যাচে তামিম ভাই ভালো শুরু করলে আমাদের জন্য কাজটা সহজ হয়। পরের ম্যাচে যাগে দিলে দলে আলাদা উদ্দীপনা করবে। আশা করি তামিম ভাই আসায় দলটা আরও শক্তিশালী হবে।’

তামিমের অনুপস্থিতিতে ওপেনার এনামুল হকের ওপর দায়িত্ব বেশি। চট্টগ্রামে ঢাকার প্রথম ম্যাচে ছিলেন না তামিম। সে ম্যাচে ৩৫ ম্যাচে ৫২ রান করেছিলেন আরেক ওপেনার মুমিনুল হক। তার সঙ্গী এনামুল আউট হন ১ রান করে। ঢাকায় একটি ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন এনামুল। তামিমের অনুপস্থিতিতে নিজের ভূমিকা নিয়ে এনামুল বলেন, ‘ওপেনার ব্যাটসম্যানদের, যেই ওপেন করুক তারই দায়িত্ব থাকে ভালো সূচনা করার। যেটা তামিম ভাই দারুণ পারদর্শী। আমার তো অবশ্যই দায়িত্ব আছে ভালো সূচনা করার। যে ছয়টা ওভার পাওয়ার প্লে আছে ঠিকমতো ব্যবহার করে নতুন বলটা কাজে লাগাতে চাই।’

চট্টগ্রামে আর দুটি ম্যাচ খেলবে ঢাকা। সোমবার কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে ঢাকা। পরের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ সিলেট থান্ডার।