সান্টোকিকে 'অপরাধী' বলার মতো কিছু পায়নি বিসিবি

সান্টোকির সে নো বলের দৃশ্য। ফাইল ছবি
সান্টোকির সে নো বলের দৃশ্য। ফাইল ছবি
>প্রথম ম্যাচে বিশাল ‘নো’ বল দিয়ে গত কদিনে বারবার নেতিবাচক সংবাদ শিরোনাম হচ্ছেন সান্টোকি। সিলেটের ক্যারিবীয় পেসারকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করেছে বিসিবির দুর্নীতি দমন শাখা।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ক্রিশমার সান্টোকির বিশাল ‘নো’ বল নিয়ে অনেক কথাই হয়েছে গত কদিনে। ওই নো বলে সঙ্গেই বিশাল ওয়াইড বল নিয়ে সন্দেহ জেগেছে অনেকের। টুর্নামেন্টের দুই সপ্তাহ পেরোনোর পর বিসিবি বলছে, ক্যারিবীয় বাঁহাতি পেসারকে ‘অপরাধী’ বলার মতো এখনো তেমন কিছু পাননি তারা।

সান্টোকির নো বল নিয়ে সংবাদমাধ্যমে সন্দেহ প্রকাশ করেছিলেন স্বয়ং সিলেটের বিসিবি মনোনীত পরিচালক তানজিল চৌধুরী। তিনি সান্টোকির বিষয়টি তদন্ত করতে অনুরোধও করেন বিসিবিকে। কাল বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন, সিলেটের উইন্ডিজ পেসারকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন শাখা (এসিইউ)।

জিজ্ঞাসাবাদে কী বেরিয়ে এসেছে, সেটি জানতে চাইলে আজ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, কোনো খেলোয়াড়ের ব্যাপারে তাঁদের কাছে এমন কোনো তথ্য আসেনি যেটির ওপর ভিত্তি করে তাঁকে অপরাধী বলা যায়, ‘যেকোনো বিষয় যৌক্তিক সন্দেহ হলে তারা (দুর্নীতি দমন শাখা) তদন্ত করে। তাদের কাছে হয়তো ওভাবে কিছু চোখে পড়েনি বলে আমাদের কাছে আসেনি। এ ধরনের বিষয়ে হয়তো তারা গুরুত্বপূর্ণ কিছু পায়নি বলে আমাদের কাছে আসেনি। পত্রিকায় ও সামাজিক মাধ্যমে নানা লেখা দেখে তারা বিষয়টি অবশ্যই তদন্ত করেছে। যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ থাকলে সাধারণত আমাদের পর্যন্ত আসে। না থাকলে আসে না। আমাদের ধারণা এখানে সে রকমই কিছু হয়েছে।’