বাংলাদেশের সঙ্গে চ্যাম্পিয়নরা, আফ্রিকার ৩ দল একই গ্রুপে

বঙ্গবন্ধু গোল্ডকাপের শেষ আসরে ফিলিপাইনের বিপক্ষে বাংলাদেশের বিপলু আহমেদ। ফাইল ছবি: প্রথম আলো
বঙ্গবন্ধু গোল্ডকাপের শেষ আসরে ফিলিপাইনের বিপক্ষে বাংলাদেশের বিপলু আহমেদ। ফাইল ছবি: প্রথম আলো
>১৫ জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দল

ছয় জাতি বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ ‘এ’ তে বাংলাদেশ। লটারির ড্রয়ে স্বাগতিকদের সঙ্গে একই গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা ও টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। গ্রুপ ‘বি’ তে মরিশাস, সেশেলস ও বুরুন্ডি। আগামী ১৫ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এ টুর্নামেন্ট।

এর আগে শোনা যাচ্ছিল, ৫ দল নিয়ে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। কিন্তু শেষ পর্যন্ত ৬ দল নিয়েই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ২০১৮ সালের চাম্পিয়ন ফিলিস্তিন এবারও আসছে। আফ্রিকান ফুটবলের প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপে দেখা যাবে মরিশাস, সেশেলস ও বুরুন্ডিকে। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৫১-তে থাকা বুরুনডির সঙ্গে মরিশাসও (১৭২) র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৭) চেয়ে এগিয়ে। আর সেশেলস আছে র‍্যাঙ্কিংয়ে ২০০ তম অবস্থানে।

অবশ্য সেশেলসের চেয়েও নিচু র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা। ২০৫তম অবস্থানে দ্বীপরাষ্ট্রটি। ১০৬তম দল ফিলিস্তিনই এ টুর্নামেন্টের ফেবারিট। শেষ আসরে ফিলিস্তিনির কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ।