'ব্রাজিলের ভবিষ্যৎ ১০ নম্বর'কে কিনতে ছুটছে রিয়াল

ব্রাজিলের বয়সভিত্তিক দলে খেলছেন রেইনিয়ের। ছবি: টুইটার
ব্রাজিলের বয়সভিত্তিক দলে খেলছেন রেইনিয়ের। ছবি: টুইটার
রেইনিয়ের জেসাস কারভালহোকে বিবেচনা করা হচ্ছে ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ ১০ নম্বর খেলোয়াড় হিসেবে। তাঁকে কিনতে অন্যান্য ক্লাবের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রিয়াল মাদ্রিদ


ফুটবলে ‘১০ নম্বর’ খেলোয়াড়কে ঘিরে আগ্রহটা স্বাভাবিক। বড় দলের দলের ১০ নম্বর হলে তো কথাই নেই। তাঁর পায়ের কাজের সঙ্গে নানা পদের ফুটবলশৈলী দেখতে মুখিয়ে থাকেন অনেকে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে গুঞ্জন চলছে, পাওয়া গেছে ভবিষ্যতের ‘নাম্বার টেন’—রেইনিয়ের জেসাস কারভালহো। ফ্লামেঙ্গোর ১৭ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার রেইনিয়ের নামেই বেশি পরিচিত। আর লাতিন ফুটবলে কদিন পর পরই ‘বিস্ময়-বালক’ হিসেবে রব তোলা উঠতিদের দলে টানতে ইউরোপের ক্লাবগুলো তো এমনিতেই মুখিয়ে থাকে। রিয়াল মাদ্রিদ যেমন সাম্প্রতিককালে ভিনিসিয়ুস ও রদ্রিগোকে দলে টেনেছে। এবার তারা ছুটছে রেইনিয়েরের পেছনেও।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, ফ্লামেঙ্গোর এই উঠতি ফুটবলারের সঙ্গে দলবদল নিয়ে কথা বলেছে স্প্যানিশ ক্লাবটি। রিয়াল ছাড়াও বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি রেইনিয়েরকে কিনতে চায়। বার্সার একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, রেইনিয়েরের সঙ্গে কয়েকবার কথা বলা হয়েছে বার্সার পক্ষ থেকে। কিন্তু তাঁর দামটা বার্সার জন্য একটু বেশিই চড়া। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ব্রাজিলের বয়সভিত্তিক দলে খেলা এ মিডফিল্ডারের দাম ৩০ মিলিয়ন ইউরো বলে মনে করছে ফ্লামেঙ্গো। দলটির কোচ হোর্হে জেসাসের মন্তব্য, রেইনিয়েরকে ‘ইউরোপের বড় একটি ক্লাবে অনেক টাকায় বিক্রি করা হবে।’

ইউরোপের সেই বড় ক্লাবটি রিয়াল হওয়ার সম্ভাবনাই বেশি। রিও ডি জেনিরোর সংবাদমাধ্যম ‘ও দিয়া’-র প্রতিবেদক ভেনে কাসাগ্রান্দে কাল এক প্রতিবেদনে জানিয়েছেন ‘ফ্লামেঙ্গোর রত্নকে পাওয়া দৌড়ে রিয়ালই এগিয়ে।’ প্রতিবেদনে তিনি জানিয়েছেন, রেইনিয়েরের প্রতিনিধির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে রিয়াল। এ দলবদলের ব্যাপারটি চলতি মাসেই চুকিয়ে ফেলার চেষ্টা করছে স্প্যানিশ ক্লাবটি। তবে রেইনিয়েরের দাম বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ৭০ মিলিয়ন ইউরোয় ঠেকতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছেন তিনি।

মার্কা জানিয়েছে, রিয়াল তাকে কিনলেও শুরুতে মূল দলে খেলাতে পারবে না। কারণ অ-ইউরোপিয়ান খেলোয়াড়ের কোটা এরই মধ্যে পূরণ করেছেন এডের মিলিতাও, রদ্রিগো ও ভিনিসিয়ুস। তাই রেইনিয়েরকে কিনলেও ফ্লামেঙ্গোর কাছেই কিছুদিন ধারে খেলাতে পারে রিয়াল। রেইনিয়েরের বাবা মাউরো ব্রাসিলিয়ার বরাত দিয়ে কাসাগ্রান্দে জানিয়েছেন, খেলোয়াড়টির প্রতিনিধি হুলিও তারানের সঙ্গে শিগগিরই এ নিয়ে বৈঠক করবেন তিনি। ছেলের দলবদল নিয়ে রিয়ালের সঙ্গে যে আলোচনা চলছে, সে ব্যাপারটি ব্রাসিলিয়া অস্বীকার করেননি। রেইনিয়েরের শতভাগ অর্থনৈতিক স্বত্ব ফ্লামেঙ্গোর।

রেইনিয়ের আপাতত ডাক পেয়েছেন ব্রাজিলের প্রাক-অলিম্পিক দলে। মাঝমাঠে তাঁর প্রতিভা নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) গুরুত্বপূর্ণ এক সদস্যর মন্তব্য, ‘ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ ১০ নম্বর।’