চার দিনের টেস্টকে কোহলির 'না'

চার দিনের টেস্টের পক্ষে নন কোহলি। ফাইল ছবি
চার দিনের টেস্টের পক্ষে নন কোহলি। ফাইল ছবি

প্রস্তাবটা এখনো বাস্তবায়ন হয়নি। প্রস্তাবটা হচ্ছে, ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) পাঁচ দিনের পরিবর্তে চার দিনের টেস্টের কথা ভাবছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই ভাবনার ভীষণ নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে বিশ্ব ক্রিকেটে। এবার চার দিনের টেস্টের বিপক্ষে মুখ খুললেন বিরাট কোহলিও। টেস্টের দিনের সংখ্যা কমিয়ে আনার বিপক্ষে শক্ত অবস্থান জানিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক।

আইসিসির প্রস্তাব নিয়ে কোহলি বলেছেন, ‘আমার মতে, এটা পরিবর্তন (দিনের সংখ্যা কমিয়ে আনা) করাটা ঠিক হবে না। আমি আগেই বলেছিলাম, টেস্ট ক্রিকেটের বাণিজ্যীককরণ এবং একে আরও আকর্ষণীয় করে তোলার জন্য দিবারাত্রির টেস্ট চালু একটা পদক্ষেপ। কিন্তু এর চেয়ে বেশি কিছু পরিবর্তনের দরকার আছে বলে মনি করি না আমি।’

গুয়াহাটিতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলবে ভারত। যেটি সামনে রেখে আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কোহলি। সেখানেই এক প্রশ্নের জবাবে ভারতীয় অধিনায়ক আরও বলেছেন, ‘পাঁচ দিন থেকে এক দিন কমিয়ে ফেললে কিছুদিন পরে আবার তিন দিনের টেস্ট করার দাবিও উঠতে পারে। যেটি ক্রিকেটের সবচেয়ে নিখুঁত সংস্করণের প্রতি অন্যায়ই হবে।’

প্রতি টেস্ট থেকে এক দিন করে কমে গেলে আট বছরের ক্যালেন্ডারে অতিরিক্ত ৩৩৫ দিন বাড়তি পাওয়া যাবে বলে হিসাব কষছে আইসিসি। আর এই বাড়তি পাওয়া এই দিনগুলোয় সীমিত ওভারের লাভজনক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ সৃষ্টি হবে। আইসিসির এই ভাবনার বাইরেও কেউ কেউ দিনের সংখ্যা কমিয়ে আনলে টেস্ট ক্রিকেট আরও আকর্ষণীয় হবে বলে মতামত দিয়েছেন।