অ্যান্ডারসনের রেকর্ড গড়া ম্যাচে চালকের আসনে ইংল্যান্ড

৪ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ভালো অবস্থানে ইংল্যান্ড। ৬ উইকেট হাতে রেখে ২৬৪ রানে এগিয়ে থেকে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবে ইংলিশরা।
বল হাতে আগুন ঝরিয়েছেন অ্যান্ডারসন। ছবি: এএফপি
বল হাতে আগুন ঝরিয়েছেন অ্যান্ডারসন। ছবি: এএফপি

চোট সারিয়ে মাঠে ফিরতেই খুঁজে পাওয়া গেল সেই পুরোনো জেমস অ্যান্ডারসনকে! কেপটাউন টেস্টের তৃতীয় দিনে কাল ৮ উইকেটে ২১৫ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকার দুটি উইকেটই নিয়েছেন দিনের ২৪ বলের মধ্যে, তাতে ইনিংসে হলো তাঁর ৫ উইকেট। তাঁর আগুন ঝড়ানো বোলিং ও দলের ব্যাটসম্যানদের দৃঢ়তা চালকের আসনে ইংল্যান্ড।

একটা রেকর্ডও গড়েছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের হয়ে টেস্টে ইনিংসে সবচেয়ে বেশি ২৮ বার ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন অ্যান্ডারসনের, পেরিয়ে গেলেন ইয়ান বোথামকে (২৭)। টেস্ট ইতিহাসেই পেসারদের মধ্যে তাঁর ওপরে আছেন শুধু রিচার্ড হ্যাডলি (৩৬) ও গ্লেন ম্যাকগ্রা (২৯)। হ্যাডলিকে পেরোনো হয়তো কঠিন, তবে ম্যাকগ্রার জায়গাটা ঝুঁকিতে। 


অ্যান্ডারসনের দাপটে কাল আগের দিনের সঙ্গে মাত্র ৮ রান যোগ করতেই শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস। তাতে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়েও চেপে ধরেছে স্বাগতিকদের। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ফলে ৬ উইকেট হাতে রেখে ২৬৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে তারা। ক্যারিয়ারের চতুর্থ টেস্টে প্রথম ফিফটি পাওয়া ডম সিবলি অপরাজিত আছেন ৮৫ রানে। আউট হওয়ার আগে অধিনায়ক জো রুটও পেয়েছেন ফিফটি (৬১)।

৪ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।