ফ্লেচার বলছেন, বাংলাদেশি ক্রিকেটাররা ইংরেজি বোঝেন

খেলোয়াড়দের ভাষার দক্ষতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সিলেট কোচ গিবস। ছবি: প্রথম আলো
খেলোয়াড়দের ভাষার দক্ষতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সিলেট কোচ গিবস। ছবি: প্রথম আলো
কদিন আগে সিলেট কোচ হার্শেল গিবস প্রশ্ন তুলেছেন বাংলাদেশের ক্রিকেটারদের ইংরেজিজ্ঞান নিয়ে। সিলেট অধিনায়ক ফ্লেচার আজ জানিয়েছেন, তিনি একমত নন গিবসের সঙ্গে


সবার আগে যেমন টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট থান্ডারের, সবার আগে ১২টি ম্যাচও শেষ করেছে তারা। একটা দল টুর্নামেন্ট কতটা বাজে খেলতে পারে, সিলেট হতে পারে সেটির আদর্শ উদাহরণ! বিপিএলের বাকি ছয়টা দলের কাছে সিলেট ছিল এমন এক প্রতিপক্ষ, যাদের হারানো যায় বলে-কয়ে!

২১ ডিসেম্বর চট্টগ্রামে খুলনাকে হারিয়েছিল, বঙ্গবন্ধু বিপিএলে এটিই একমাত্র সিলেটের প্রাপ্তি। কেন সিলেটের এই ত্রাহি মধুসূদন অবস্থা—সে ব্যাখ্যায় দলটির কোচ হার্শেল গিবস এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন গত সপ্তাহে। তিনি প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশি ক্রিকেটারদের ইংরেজিজ্ঞান নিয়ে। বেশির ভাগ স্থানীয় খেলোয়াড়ই নাকি তাঁর কথা ঠিকঠাক বুঝতে পারেন না।

আন্দ্রে ফ্লেচার পুরোপুরি একমত নন গিবসের সঙ্গে। সিলেটের ক্যারিবীয় অধিনায়ক বরং মনে করেন, প্রোটিয়া কোচের এভাবে বলা একেবারেই উচিত হয়নি, ‘দেখুন, আমি কোচ নই। আমার সঙ্গে দলের সবার বোঝাপড়া ভালো ছিল। তারা (স্থানীয় ক্রিকেটাররা) কিন্তু আমাকে বেশ ভালো বুঝতে পারে। একজন কোচের মুখ থেকে এ কথা শুনে আমি বিস্মিত হয়েছি! দলের জন্য আমাদের সবারই দায়িত্ব নিতে হয়। আমরা কাউকে দোষারোপ করতে পারি না। বিশ্বাস করি বাংলাদেশের সব খেলোয়াড়ই ইংরেজি বোঝে। আমি ঠিক বুঝতে পারছি না তিনি কী বলতে চেয়েছেন। এর কোনো অর্থই নেই।’

সিলেটের টুর্নামেন্ট শেষ হলো বটে, গিবস যে বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়ে গেছেন, নিশ্চিত তা জ্বলবে আরও কিছুদিন।