'শিশুতোষ' ভুলে ফুঁসছেন মেসি

সেমিফাইনালের একটি মুহূর্তে লিওনেল মেসি। ছবি: এএফপি
সেমিফাইনালের একটি মুহূর্তে লিওনেল মেসি। ছবি: এএফপি
>

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে কাল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনা। এ হারে হতাশ বার্সা তারকা লিওনেল মেসি

হার মেনে নিতে বরাবরই কষ্ট হয় লিওনেল মেসির। কাল স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর হতাশা গোপন করতে পারেননি বার্সেলোনা তারকা। মাঠের খেলায় দলের সবাই মিলে ‘শিশুতোষ ভুল’ করায় খেপেছেন মেসি।

সৌদি আরবে অনুষ্ঠিত সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৩-২ গোলে হেরেছে বার্সা। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে পিছিয়ে পড়ার পর ৬২ মিনিটে এগিয়ে গিয়েছিল বার্সা। কিন্তু ম্যাচের ৮১ থেকে ৮৬—এ ৬ মিনিটের ঝড়ে হার নিশ্চিত হয় বার্সার। এ সময়ে দুটি গোল করে অ্যাটলেটিকোর আলভারো মোরাতা ও অ্যাঞ্জেল কোরেয়া। ৮৬ মিনিটে কোরেয়া শেষ গোলটি করার আগে আরেকটি পেনাল্টি পেতে পারত অ্যাটলেটিকো।

তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে বার্সার দুটি গোল বাতিল হয়েছে। গোটা ম্যাচে বার্সা যে খারাপ খেলেছে তা নয়, বরং শেষ ১০ মিনিটের আগ পর্যন্ত বেশ ভালো ফুটবল উপহার দিয়েছেন আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। মেসির দুঃখটা ঠিক এখানেই। ভালো খেলেও জয় ধরা দিল না! জেদ্দায় সংবাদমাধ্যমকে বার্সা ফরোয়ার্ড বলেন, ‘এটা লজ্জার যে আমরা ভালো খেলেছি, নিয়ন্ত্রণ করেছি ম্যাচটা কিন্তু তারা (অ্যাটলেটিকো) যখন প্রায় শেষ তখন কিছু ভুল করেছি। মাত্র ১০ মিনিটের মধ্যে ওরা খেলাটা ঘুরিয়ে নিল কিন্তু আমরা কিছুই করতে পারিনি। কষ্ট লাগছে, ফাইনালে উঠে শিরোপা জিততে চেয়েছিলাম। আমরা ভালো খেলেছি কিন্তু দুঃখজনকভাবে জিততে পারিনি।’

সেমির হার মেনে নিলেও খেলার শিশুতোষ ভুলগুলো আর করা যাবে না সে কথাও মনে করিয়ে দিলেন মেসি, ‘এ হারেও আমরা সামনে এগিয়ে যাব। তবে এটা মনে রাখতে হবে যেভাবে সব করতে চাচ্ছি সেভাবে হচ্ছে না। শিশুতোষ ভুলগুলো আর করা যাবে না।’

দল হারলে সমালোচনা হবেই, জানেন মেসি। আর তাই সতীর্থদের তিনি মনে করিয়ে দিলেন কথাটা, ‘হারলে, প্রত্যাশামতো খেলতে না পারলে এটা ঘটাই স্বাভাবিক। দল ভালো খেলতে না পারলে সমর্থকেরা কথা বলবেই। এটা কঠিন সময়, কারণ শিরোপাটা আমাদের হাত ফসকে গেছে, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে।’