মাশরাফি নিজেই বিসিবির চুক্তিতে থাকতে চান না

মাশরাফিকে ঘটা করেই বিদায় দিতে চায় বিসিবি। ছবি: প্রথম আলো
মাশরাফিকে ঘটা করেই বিদায় দিতে চায় বিসিবি। ছবি: প্রথম আলো

মাশরাফি বিন মুর্তজা বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন কি না—কদিন ধরে অনেক জল্পনাকল্পনাই ছিল। বিসিবি অবশ্য বিষয়টি বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের ওপর ছেড়ে দিয়েছিল। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, মাশরাফি নিজেই নাকি চুক্তিতে থাকতে চান না।


আজ বিকেলে অনুষ্ঠিত বিসিবির আলোচিত বোর্ড সভায় আলোচনা হয়েছে কেন্দ্রীয় চুক্তি নিয়ে। কে কে এই চুক্তিতে থাকছেন কিংবা থাকছেন না, সেটি আজ চূড়ান্ত হয়নি। হতে আরও তিন-চার দিন লাগবে। তবে মাশরাফির বিষয়টি অনেকটা পরিষ্কার হয়েছে বলে জানালেন নাজমুল, ‘সভা শুরু হওয়ার আগে মাশরাফির সঙ্গে আমার কথা হয়েছে। সে নিজেই ফোন করেছিল আমাকে। কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখতে “না” করেছে। সে খেলার মধ্যে আছে কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না। তার যুক্তি, এটি হলে নতুন একজন সুযোগ পাবে। আমরা তার প্রস্তাব মেনে নিয়েছি। যে কেন্দ্রীয় চুক্তি আসছে, ওটায় হয়তো মাশরাফির নাম থাকছে না।’

দুদিন আগে বিপিএলের ম্যাচ শেষে নিজের অবসর নিয়ে অনেক কিছু খোলাসা করেছেন মাশরাফি। সেখানে তিনি বলেছেন, ‘খেলাটা উপভোগ করছি। মাঠ থেকে অবসর নেব কি না, সেটা এখনো সিদ্ধান্ত নিইনি। নিজের যদি ও রকম মনে হয়, ক্রিকেট বোর্ড যদি মনে করে চিন্তাভাবনা করব।’

ক্রিকেট বোর্ড কী ভাবছে মাশরাফিকে নিয়ে? বাংলাদেশের চেয়ে সফল অধিনায়ক কদিন বড় অভিমানভরা কণ্ঠে বলেছেন, ‘কখনো ভাবি না যে মাঠ থেকে আমাকে সবাই বিদায় দেবে, ফুলের তোড়া নিয়ে আসবে।’ বিসিবি সভাপতি অবশ্য বলছেন, মাশরাফি চাইলে তাঁকে অবশ্যই ঘটা করে বিদায় জানানো হবে, ‘ওকে আমরা একবার প্রস্তাব দিয়েছিলাম (গত আগস্টে) যে জিম্বাবুয়ের সঙ্গে একটা ওয়ানডে খেলিয়ে বিদায় দেব। ওর সঙ্গে এমন কথা হয়েছিল লন্ডনেই। সে তো রাজি হলো না। সে বিপিএল পর্যন্ত দেখতে চেয়েছিল। তারপর সিদ্ধান্ত নেবে। আমাকে কিছু বলেনি, তবে পত্রপত্রিকা দেখে মনে হয়েছে, ওর ঘটা করে বিদায় নেওয়ার ইচ্ছে নেই। আমরা আবার দেখব। আমরা চাইবই ওকে খুব ভালো করে বিদায় দিতে। এমনভাবে বিদায় দেওয়া হবে, যেটা ওর আগে বাংলাদেশের কেউ পায়নি, পরেও কেউ পাবে না। এখন সে যদি চায় হবে, না হলে তো কিছু করার নেই।’

মাশরাফি কবে চান, সেটি তাঁর ওপরই ছেড়ে দিচ্ছে বিসিবি।