টেস্টপ্রতি ৬ লাখ টাকা পাবেন মুশফিক-মুমিনুলরা

জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ছে অনেক। প্রথম আলো ফাইল ছবি
জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ছে অনেক। প্রথম আলো ফাইল ছবি

টেস্টকে এবার বিশেষ গুরুত্বই দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্টের ম্যাচ ফি সে কারণেই প্রায় ৫০ শতাংশ বাড়িয়েছে ক্রিকেট বোর্ড।

কোন সংস্করণে খেলোয়াড়েরা কত ফি পাবেন, সেটি আজ পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পরিষ্কার তুলে ধরেছেন, ‘আমরা ম্যাচ ফি বাড়িয়েছি। এর মধ্যে বেশি বেড়েছে টেস্টে। এখন আমরা নতুন যেটা প্রস্তাব করেছি, সেটাতে টি–টোয়েন্টিতে ম্যাচ ফি ২ লাখ টাকা। ৩ লাখ টাকা পাবে ওয়ানডেতে। আর টেস্টের জন্য প্রতি ম্যাচে পাবে ৬ লাখ টাকা। টেস্টে আমরা ৫০ ভাগ বাড়িয়েছি (ম্যাচ ফি)।’

বিসিবি সবশেষ আনুষ্ঠানিকভাবে ম্যাচ ফি বাড়িয়েছিল ২০১৭ সালের এপ্রিলে অনুষ্ঠিত বোর্ড সভায়। গত দুই বছর টেস্ট খেললে মুশফিকরা পাচ্ছিলেন ম্যাচপ্রতি সাড়ে ৩ লাখ টাকা। এই দুই বছরে ম্যাচ ফি কিছু বেড়েছিল। টেস্টকে বিশেষ গুরুত্ব দিয়ে এবার এক ধাপে ৬ লাখ করে দিয়েছে বিসিবি। ওয়ানডে এবং টি–টোয়েন্টিতেও ম্যাচ ফি বেড়েছে, তবে সেটি টেস্টের মতো নয়।

বিসিবি খেলোয়াড়দের বেতন বাড়িয়েছে কি না, সেটি অবশ্য জানাননি নাজমুল। তবে কেন্দ্রীয় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ ২৪ জন ক্রিকেটারের নাম প্রস্তাব করেছেন। কেটেছেঁটে বিসিবি তালিকা চূড়ান্ত করবে ১৫ জানুয়ারির মধ্যে।

খেলোয়াড়দের ম্যাচ ফি (টাকা)

সংস্করণ   

আগে (২০১৭)

বর্তমান (২০২০)

টেস্ট

৩ লাখ ৫০ হাজার

৬ লাখ

ওয়ানডে

২ লাখ

৩ লাখ

টি–টোয়েন্টি

১ লাখ ২৫ হাজার

২ লাখ