মাঠ থেকে বিদায় নিতে চান না মাশরাফি

মাশরাফি এখন মাঠ থেকে বিদায় নেওয়ার প্রয়োজনীয়তা দেখেন না
মাশরাফির অবসর নিয়ে হচ্ছে নানা কথা। ছবি: প্রথম আলো
মাশরাফির অবসর নিয়ে হচ্ছে নানা কথা। ছবি: প্রথম আলো

খেলছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু নামটা যখন মাশরাফি বিন মুর্তজা—অবধারিতভাবে তাঁর সংবাদ সম্মেলনে প্রায়ই চলে এসেছে জাতীয় দল প্রসঙ্গ। দুদিন আগে অবসর নিয়ে যেমন তাঁকে বলতে হলো অনেক কথা। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক অবসর নিয়ে কথা বললেন আজ।

কাল পরিচালনা পর্ষদের সভাশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘আমরা চাইব ওকে (মাশরাফি) খুব ভালো করে বিদায় দিতে।’ বিসিবির এই জাঁকাল বিদায় মাশরাফি নিতে খুব একটা আগ্রহী নন। তবে বিসিবির এমন ভাবনাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। যদিও দুদিন আগে নিজেই অভিমানভরা কণ্ঠে মাশরাফি বলেছেন, ‘কখনো ভাবি না যে মাঠ থেকে আমাকে সবাই বিদায় দেবে, ফুলের তোড়া নিয়ে আসবেন।’

নাজমুলের মন্তব্য অনুযায়ী বিসিবি ‘ফুলের তোড়া’ নিয়েই বিদায় দিতে চাইছে। মাশরাফি কেন সেটি নিতে চাইছেন না? এবার বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের ব্যাখ্যা, ‘বিসিবিতে যারা আছে তারা চিন্তা করবে (জাতীয় দলে সুযোগ দেবে কি না)। আমার এতটুকু স্বাধীনতা তো আছে যে, খেলতে চাই। বাংলাদেশে অনেক খেলোয়াড় আছে যারা মাঠ থেকে অবসরে যায়নি। হাবিবুল বাশার সুমন বাংলাদেশের ক্রান্তিকালে সব সময়ই রান করেছে। তিনিও মাঠ থেকে অবসরে যাননি। সুজন ভাই (খালেদ মাহমুদ) হয়তো করতে পেরেছে। এটা দুর্লভ। একটা সময় হয়তো ভাবতাম যে মাঠ থেকে করব কি করব না। এখন মনে হচ্ছে প্রয়োজন নেই।’

বিষয়টা যা দাঁড়াচ্ছে, বিসিবি ঘটা করে বিদায় দিতে চায় মাশরাফিকে। মাশরাফি সেটি চায় না। তিনি খেলাটা ছাড়তে চান নিজের মতো করে। আপাতত তাঁর লক্ষ্য, ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়া। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দেখে নির্বাচকেরা যদি বিবেচনা করেন, জাতীয় দলে খেলতেও আশাবাদী মাশরাফি।