গুলের আশা, পাকিস্তানের কাছে তিন সংস্করণেই হারবে বাংলাদেশ

জাতীয় দলে আর সুযোগ পান না উমর গুল। ছবি: এএফপি
জাতীয় দলে আর সুযোগ পান না উমর গুল। ছবি: এএফপি
>

তিন দফায় পাকিস্তান সফরে গিয়ে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পাকিস্তানি পেসার উমর গুলের মতে, সবগুলো সিরিজেই জিতবে পাকিস্তান

তিন টি-টোয়েন্টি, দুই টেস্ট ও এক ওয়ানডে খেলতে তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ। হাজারো ঝক্কি-ঝামেলা পোহানোর পর অবশেষে নিজেদের দেশে বাংলাদেশে আনতে রাজি করাতে পেরে বেশ উদ্দীপ্ত পাকিস্তান। দেশটির সাবেকরাও প্রতিদিন এ সিরিজ নিয়ে কিছু না কিছু বলছেন। সে তালিকায় যোগ হলো সাবেক পেসার উমর গুলের নাম। আত্মবিশ্বাসী গুল ঘোষণা দিয়েছে, তাঁর দেশ বাংলাদেশকে সবগুলো সংস্করণেই হারাবে।

তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ যে পাকিস্তানি খেলোয়াড়দের জন্য সহজ কিছু হবে না, সেটাও জানেন গুল। এ নিয়ে মিসবাহ-উল-হকের দলকে সতর্কও করে দিয়েছেন তিনি, ‘তিন সংস্করণেই পাকিস্তান দুর্দান্ত। বাংলাদেশের চেয়ে অনেক ভালো। তবে সংক্ষিপ্ত সংস্করণে ম্যাচের সময়ে যে দল নিজেদের সুযোগ কাজে লাগাবে, তারাই জিতবে। যে কাজটা বাংলাদেশ এর আগেও অনেকবার করেছে। আমি নিশ্চিত, বাংলাদেশ পাকিস্তানের মাটিতে আমাদের অনেক কঠিন পরীক্ষা নেবে। তাই গা-ছাড়া দিয়ে বসে থাকা একদমই উচিত হবে না পাকিস্তানের।’

সিরিজ শুরুর আগেই কথার লড়াই শুরু করে দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। এরই মধ্যে দীর্ঘদিন পাকিস্তানের জাতীয় দলের বাইরে থাকা পেসার উমর গুলের ভবিষ্যৎ বাণী, বাংলাদেশের বিপক্ষে তিন সিরিজেই জিতবে পাকিস্তান। ঘরের মাঠের সুবিধা ষোলোআনা নিতে পারবে পাকিস্তান, এমনটাই আশা গুলের, ‘পাকিস্তান দল হিসেবে যেমন শক্তিশালী তা মাথায় রাখলে বলা যায় তিন সিরিজেই জিতবে। এ ব্যাপারে আমার বিন্দুমাত্রও সন্দেহ নেই। তা ছাড়া আমরা খেলবও নিজেদের মাঠে।’

গুল আরও বলেন, ‘যাই হোক, শক্তি-সামর্থ্যে পাকিস্তান এগিয়ে এবং তারা ঘরের মাঠে খেলার সুবিধা পাবে। আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের বিপক্ষে তিন সিরিজেই জিতবে পাকিস্তান।’

তিন মাসে তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। প্রথম দফায় চলতি মাসের ২৪, ২৫ ও ২৭ তারিখে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট, করাচিতে ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল করাচিতেই গড়াবে দ্বিতীয় টেস্ট।