গিবসনকে নিয়েই পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ

ওটিস গিবসন বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ। ছবি: প্রথম আলো
ওটিস গিবসন বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ। ছবি: প্রথম আলো

বিপিএল চলার সময়ই ওটিস গিবসন জানিয়েছিলেন, তাঁর সঙ্গে আলোচনা চলছে বিসিবির। পেস বোলিং কোচ হিসেবে তাঁর নামটি চূড়ান্ত করতে বিসিবি সময় নিল প্রায় তিন সপ্তাহ। আজ রাতে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, গিবসনই বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ।

চার্ল ল্যাঙ্গেভেল্ট চলে যাওয়ার পর পেস বোলিং কোচের জায়গাটা শূন্য ছিল। শোনা যাচ্ছিল বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটের কোচ চম্পকা রমানায়েক আপাতত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আপৎকালীন দায়িত্ব চালিয়ে নেবেন । চম্পকাকে আজ দুপুরে দলের অনুশীলনেও দেখা গেছে। যেহেতু গিবসন নিশ্চিত হয়ে গেছেন, ক্যারিবীয় বোলিং কোচেরই যাওয়ার কথা পাকিস্তানে। ২ বছরের চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে।

গিবসন সদ্য শেষ হওয়া বিপিএলের দল কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ ছিলেন। কাল বিকেলে ঢাকায় পৌঁছে রাতেই গিবসন দলের সঙ্গে যাবেন পাকিস্তান সফরে। বিসিবির সঙ্গে তাঁর চুক্তি হয়েছে মাসিক ভিত্তিতে।