ইউরোপে দলবদলের বাকি ১০ দিনে কে কোথায় যাচ্ছেন?

এই তিনজনকে নিয়েই টানাটানি হচ্ছে বেশি। ছবি : এএফপি
এই তিনজনকে নিয়েই টানাটানি হচ্ছে বেশি। ছবি : এএফপি
>ইউরোপিয়ান ফুটবলে শীতকালীন দলবদল শেষ হতে আর বাকি মাত্র ১০ দিন। ১০ দিনে কোন ক্লাব কাকে কাকে দলে নিতে পারে?

শীতকালীন দলবদল চলছে ইউরোপিয়ান ফুটবলে। মৌসুমের বাকি সময় যেন ঠিকঠাক কাটানো যায়, সে জন্য মাঝপথের এ সময়ে দলগুলো নতুন খেলোয়াড় আনতে চায়। দলবদল শেষ হতে বাকি আছে আর মাত্র ১০ দিন। মাঝমৌসুমে খেলোয়াড় সওদা করার এ সময়সীমা শেষ হবে ১ ফেব্রুয়ারি। ঘড়ির কাঁটা আস্তে আস্তে শেষের দিকে এগোতে থাকলেও এখনো অনেক ক্লাবের শক্তি বাড়ানো বাকি, নতুন খেলোয়াড় দলে এনে নিজেদের দুর্বলতা ঢাকা বাকি।

ইউরোপের শীর্ষ ক্লাবগুলো এ ১০ দিনে কাকে চায়? কাকেই বা পেতে পারে? আসুন এক নজরে দেখে নেওয়া যাক।

রিয়াল মাদ্রিদ
যে পজিশনের খেলোয়াড় দরকার: রাইটব্যাক
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: টিমো ভেরনার (স্ট্রাইকার, আরবি লাইপজিগ), পল পগবা (মিডফিল্ডার, ম্যানচেস্টার ইউনাইটেড)
যাঁরা এ মাসে দলে এসেছেন: রেইনিয়ার (মিডফিল্ডার, ফ্লামেঙ্গো, ২৯.৭ মিলিয়ন পাউন্ড)

বার্সেলোনা
যে পজিশনের খেলোয়াড় দরকার: স্ট্রাইকার, সেন্টারব্যাক
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: রদ্রিগো মোরেনো (স্ট্রাইকার, ভ্যালেন্সিয়া), লওতারো মার্টিনেজ (স্ট্রাইকার, ইন্টার মিলান), পিয়েরে এমেরিক অবামেয়াং (স্ট্রাইকার, আর্সেনাল), দায়োত উপামেকানো (সেন্টারব্যাক, আরবি লাইপজিগ)
যাঁরা এ মাসে দলে এসেছেন: কেউ আসেননি

লিভারপুল
যে পজিশনের খেলোয়াড় দরকার: মিডফিল্ডার, স্ট্রাইকার
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ব্রেসিয়া), টিমো ভেরনার (স্ট্রাইকার, আরবি লাইপজিগ), স্যান্ডার বার্গ (মিডফিল্ডার, গেঙ্ক)
যাঁরা এ মাসে দলে এসেছেন: তাকুমি মিনামিনো (রেড বুল সালজবুর্গ, ৭.২৫ মিলিয়ন পাউন্ড)

ম্যানচেস্টার ইউনাইটেড
যে পজিশনের খেলোয়াড় দরকার: স্ট্রাইকার, মিডফিল্ডার, লেফটব্যাক, উইঙ্গার
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: মুসা ডেমবেলে (স্ট্রাইকার, অলিম্পিক লিওঁ), জ্যাক গ্রিলিশ (মিডফিল্ডার, অ্যাস্টন ভিলা), জেমস ম্যাডিসন (মিডফিল্ডার, লেস্টার সিটি), ব্রুনো ফার্নান্দেজ (মিডফিল্ডার, স্পোর্টিং লিসবন), রুবেন নেভেস (মিডফিল্ডার, উলভারহ্যাম্পটন), হ্যারি উইংকস (মিডফিল্ডার, টটেনহাম হটস্পার), বোবাকারি সুমাওরে (মিডফিল্ডার, লিল), জুড বেলিংহাম (উইঙ্গার, বার্মিংহাম সিটি), ডনি ফন ডে বিক (মিডফিল্ডার, আয়াক্স), স্যামুয়েল উমতিতি (সেন্টারব্যাক, বার্সেলোনা), শন লংস্টাফ (মিডফিল্ডার, নিউক্যাসল ইউনাইটেড)
যাঁরা এ মাসে দলে এসেছেন: কেউ আসেননি

ম্যানচেস্টার সিটি
যে পজিশনের খেলোয়াড় দরকার: সেন্টারব্যাক, মিডফিল্ডার
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি : হুসাম ওয়ার (মিডফিল্ডার, অলিম্পিক লিওঁ), মিকেল ওয়ারজাবাল (উইঙ্গার, রিয়াল সোসিয়েদাদ), সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ব্রেসিয়া), ক্যালিয়ার সোয়ুঞ্চু (সেন্টারব্যাক, লেস্টার সিটি)
যাঁরা এ মাসে দলে এসেছেন: কেউ আসেননি

চেলসি
যে পজিশনের খেলোয়াড় দরকার: উইঙ্গার, স্ট্রাইকার, সেন্টারব্যাক, লেফটব্যাক
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: জাডন সাঞ্চো (উইঙ্গার, বরুশিয়া ডর্টমুন্ড), টিমো ভেরনার (স্ট্রাইকার, রেড বুল লাইপজিগ), উইলফ্রিয়েড জাহা (উইঙ্গার, ক্রিস্টাল প্যালেস), লুইস ডাঙ্ক (সেন্টারব্যাক, ব্রাইটন), গ্যাব্রিয়েল বারবোসা (স্ট্রাইকার, ফ্ল্যামেঙ্গো), অ্যালেক্স তেয়েস (লেফটব্যাক, এফসি পোর্তো), বেন চিলওয়েল (লেফটব্যাক, লেস্টার সিটি), এডিনসন কাভানি (স্ট্রাইকার, পিএসজি)
যাঁরা এ মাসে দলে এসেছেন: কেউ আসেননি

আর্সেনাল
যে পজিশনের খেলোয়াড় দরকার: লেফটব্যাক, মিডফিল্ডার, উইঙ্গার, সেন্টারব্যাক
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: লেভিন কুরজাওয়া (লেফটব্যাক, পিএসজি), জেরোম বোয়াটেং (সেন্টারব্যাক, জার্মানি), ব্রুনো গিমারেস (মিডফিল্ডার, অ্যাটলেটিকো প্যারানেসে), দায়োত উপামেকানো (সেন্টারব্যাক, আরবি লাইপজিগ)
যাঁরা এ মাসে দলে এসেছেন: কেউ আসেননি

অ্যাটলেটিকো মাদ্রিদ
যে পজিশনের খেলোয়াড় দরকার: স্ট্রাইকার
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: এডিনসন কাভানি (স্ট্রাইকার, পিএসজি), আলেক্সান্দ্রে ল্যাকাজেট (স্ট্রাইকার, আর্সেনাল), ব্রুনো গিমারেস (মিডফিল্ডার, অ্যাটলেটিকো প্যারানেসে)
যাঁরা এ মাসে দলে এসেছেন: কেউ আসেননি

টটেনহাম হটস্পার
যে পজিশনের খেলোয়াড় দরকার: স্ট্রাইকার
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: ইসলাম স্লিমানি (স্ট্রাইকার, মোনাকো), ফার্নান্দো ইয়োরেন্তে (স্ট্রাইকার, নাপোলি), অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, চেলসি), ক্রিস্তফ পিওন্তেক (স্ট্রাইকার, এসি মিলান), জি লুইস (স্ট্রাইকার, এফসি পোর্তো), এডিনসন কাভানি (স্ট্রাইকার, পিএসজি)
যাঁরা এ মাসে দলে এসেছেন: জেডসন ফার্নান্দেজ (বেনফিকা, ধার)

বায়ার্ন মিউনিখ
যে পজিশনের খেলোয়াড় দরকার: রাইটব্যাক, উইঙ্গার
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: আলভারো অদ্রিওজোলা (রিয়াল মাদ্রিদ), আশরাফ হাকিমি (রিয়াল মাদ্রিদ), উইলফ্রিয়েড জাহা (উইঙ্গার, ক্রিস্টাল প্যালেস)
যাঁরা এ মাসে দলে এসেছেন: কেউ আসেননি

পিএসজি
যে পজিশনের খেলোয়াড় দরকার: মিডফিল্ডার
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ব্রেসিয়া)
যাঁরা এ মাসে দলে এসেছেন: কেউ আসেননি

বরুশিয়া ডর্টমুন্ড
যে পজিশনের খেলোয়াড় দরকার: স্ট্রাইকার
ক্লাবের আগ্রহ আছে যাদের প্রতি: ড্রিয়েস মারটেন্স (স্ট্রাইকার, নাপোলি)
যাঁরা এ মাসে দলে এসেছেন: আর্লিং হরলান্ড (আরবি সালজবুর্গ, ১৭ মিলিয়ন পাউন্ড)

এসি মিলান
যে পজিশনের খেলোয়াড় দরকার: উইঙ্গার, সেন্টারব্যাক
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: আদনান ইয়ানুজাই (উইঙ্গার, রিয়াল সোসিয়েদাদ), ম্যাথিউ ক্যাশ (মিডফিল্ডার, নটিংহাম ফরেস্ট), মেরিহ দেমিরাল (সেন্টারব্যাক, জুভেন্টাস)
যাঁরা এ মাসে দলে এসেছেন: সিমোন কায়ের (সেভিয়া, ধার), আসমির বেগোভিচ (বোর্নমাথ, ধার), জ্লাতান ইব্রাহিমোভিচ (ফ্রি)

ইন্টার মিলান
যে পজিশনের খেলোয়াড় দরকার: মিডফিল্ডার, রাইট উইংব্যাক, স্ট্রাইকার
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: ক্রিস্টিয়ান এরিকসেন (মিডফিল্ডার, টটেনহাম হটস্পার), আর্তুরো ভিদাল (মিডফিল্ডার, বার্সেলোনা), লুকা মদরিচ (মিডফিল্ডার, রিয়াল মাদ্রিদ), ভিক্টর মোসেস (রাইট উইংব্যাক, চেলসি), অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, চেলসি), সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ব্রেসিয়া), ড্রিয়েস মার্টেন্স (স্ট্রাইকার, নাপোলি), লিওনার্দো স্পিনাজোলা (রাইট উইংব্যাক)
যাঁরা এ মাসে দলে এসেছেন: অ্যাশলি ইয়াং (ম্যানচেস্টার ইউনাইটেড, ১.৫ মিলিয়ন পাউন্ড)

জুভেন্টাস
যে পজিশনের খেলোয়াড় দরকার: সেন্টারব্যাক, লেফটব্যাক, মিডফিল্ডার
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: জেরোম বোয়াটেং (সেন্টারব্যাক, জার্মানি), অ্যালেক্স তেয়েস (লেফটব্যাক, পোর্তো), ইভান রাকিতিচ (মিডফিল্ডার, বার্সেলোনা), সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ব্রেসিয়া)
যাঁরা এ মাসে দলে এসেছেন: দেয়ান কুলুসেভস্কি (আটালান্টা, ৩০ মিলিয়ন পাউন্ড)

এএস রোমা
যে পজিশনের খেলোয়াড় দরকার: উইঙ্গার
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: জের্দান শাকিরি (উইঙ্গার, লিভারপুল), আদনান ইয়ানুজাই (উইঙ্গার, রিয়াল সোসিয়েদাদ), সুসো (উইঙ্গার, এসি মিলান), মাত্তেও পলিতানো (উইঙ্গার, ইন্টার মিলান), সিদ কোলাসিনাচ (লেফটব্যাক, আর্সেনাল)
যাঁরা এ মাসে দলে এসেছেন: কেউ আসেননি

নাপোলি
যে পজিশনের খেলোয়াড় দরকার: লেফটব্যাক, স্ট্রাইকার, মিডফিল্ডার
ক্লাবের আগ্রহ আছে যাঁদের প্রতি: সিদ কোলাসিনাচ (লেফটব্যাক, আর্সেনাল)
যাঁরা এ মাসে দলে এসেছেন: আমির রহমানি (হেলাস ভেরোনা, ১২ মিলিয়ন পাউন্ড), স্তানিস্লাভ লোবোতকা (সেল্টা ভিগো, ১৭ মিলিয়ন পাউন্ড), ডিয়েগো ডেমে (আরবি লাইপজিগ, ১১ মিলিয়ন পাউন্ড)