মেসি নেই, গ্রিজমানেই শেষ রক্ষা

>
গ্রিজমানের গোলই জয় পায় বার্সেলোনা। ছবি: এএফপি
গ্রিজমানের গোলই জয় পায় বার্সেলোনা। ছবি: এএফপি

কোপা দেল রেতে ইবিজার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন গ্রিজমান। ইবিজার একমাত্র গোলটি করেন পেপ জোসেপ মার্টিন।

পুরো খেলায় আধিপত্য বার্সেলোনারই; বলের দখল প্রায় ৮০ শতাংশ। তবু খেলার শুরুতেই গোল হজম করে বসে মেসিহীন বার্সেলোনা। নবম মিনিটে জোসেপ মার্টিনের গোলে এগিয়ে যায় ইবিজা। বার্সার হয়ে গোলের মূল দায়িত্ব যেই গ্রিজমানের কাঁধে, প্রথমার্ধে তিনি তো বলই পেলেন না! গোল তো দূরের বাতিঘর। প্রথমার্ধের পুরোটা সময়ে সব মিলিয়ে মাত্র ১৮ বার বলের দখল নিতে পেরেছেন ফরাসি এই তারকা। এর মধ্যে একটিবারের জন্যও গোলমুখে শট নিতে পারেননি। এরপর আবার তিনবার তার কাছ থেকে বল কেড়ে নেয় প্রতিপক্ষের খেলোয়াড়েরা। তবে শেষতক গ্রিজমানের জোড়া গোলেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

প্রথমার্ধে ব্যর্থতার পর বার্সার নতুন বস সেতিয়েন কিন্তু গ্রিজমানের ওপরই ভরসা রেখেছেন। শেষ পর্যন্ত গ্রিজমানই দিয়েছেন গুরুর আস্থার প্রতিদান। দ্বিতীয়ার্ধে গ্রিজমানের জোড়া গোলে শেষ রক্ষা হয় কাতালানদের। ডি জংয়ের রক্ষণচেরা পাসে বাঁ পায়ের জাদু দেখান গ্রিজমান। ম্যাচের ৭২তম মিনিটে ডি জংয়ের কাছ থেকে বল পেয়ে জালে জড়াতে কোনো সমস্যাই হয়নি বার্সেলোনার ফরাসি তারকার। সমতায় ফিরে ইবিজাকে আরও চেপে ধরে সেতিয়েন শিষ্যরা।

পরপর বেশ কটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন গ্রিজমানরা। এ দিকে নির্ধারিত সময়ের খেলাও শেষ। ম্যাচের অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় জর্ডি আলবার বাড়ানো বলে জোড়া গোল পূরণ করেন গ্রিজমান। গ্রিজমানের দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার সবচেয়ে সফল দলটি।
এ জয়ে প্রতিযোগিতার শেষ ষোলোয় জায়গা করে নিল স্প্যানিশ জায়ান্টরা।