রোমাঞ্চ ছড়িয়ে শততম জয় তুলে নিলেন ফেদেরার

শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে হাস্যোজ্জ্বল ফেদেরার। ছবি: এএফপি
শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে হাস্যোজ্জ্বল ফেদেরার। ছবি: এএফপি
>

অস্ট্রেলিয়ান ওপেনে ৯৯ বার জেতা হয়ে গিয়েছিল আগেই। গতকাল নেমেছিলেন শততম জয়ের খোঁজে। ক্যারিয়ারের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ খেলে সেই শততম জয়ের দেখা পেয়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার

মেলবোর্নের এই রড লেভার অ্যারেনায় প্রথম জয় পেয়েছিলেন মাইকেল চ্যাংয়ের বিপক্ষে, তাও দুই দশক আগের কথা। তখন রজার ফেদেরারের বয়স কতই বা হবে? ১৮ বছর। বিশ বছর পর পেলেন শততম জয়ের দেখা, ৩৮ বছর বয়সে এসে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জন মিলম্যানকে হারিয়ে। ম্যাচটাও ছিল দুর্দান্ত। ফেদেরারের ক্যারিয়ারের অন্যতম কঠিন জয় বললেও বেশি বলা হবে না হয়তো!

প্রথম সেটে শুরু করেছিলেন ৪-৬ গেমে হেরে। দ্বিতীয় সেটেও হারতে বসেছিলেন, শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকে জিতলেন ৭-৬ (৭-২) ব্যবধানে। তৃতীয় সেটটা জিততে তুলনামূলক কম কষ্ট হয়েছে ফেদেরারের, ৬-৪ গেমে জিতেছেন। চতুর্থ সেটটা ৬-৪ গেমে জিতে ঘুরে দাঁড়ান মিলম্যান। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জয় হয় ফেদেরারের অভিজ্ঞতার। টাইব্রেকারেও হারতে বসেছিলেন, ৮-৪ ব্যবধানে পিছিয়ে ছিলেন। আর দুই পয়েন্ট পেলেই জিতে জেতেন মিলম্যান। কিন্তু সেটা হতে দেননি ফেদেরার। টানা ছয় পয়েন্ট জিতে চলে যান চতুর্থ রাউন্ডে।

শেষ ষোলোয় ফেদেরারের প্রতিপক্ষ হাঙ্গেরির ফুকসোভিকস। ২০১৯ সালের এটিপি ফাইনালস জয়ী ও গ্রিসের ষষ্ঠ বাছাই স্তেফানোস সিতসিপাসকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন কানাডার মিলোস রাওনিচ। শেষ ষোলোয় রাওনিচের প্রতিপক্ষ তৃতীয় রাউন্ডে মহাকাব্যিক এক লড়াই শেষে রবার্তো বতিস্তা আগুটকে হারানো মারিন চিলিচ।

ওদিকে নারী এককে তৃতীয় রাউন্ডেই ঝরে পড়েছেন শীর্ষ দশ বাছাইয়ের অধিকাংশ খেলোয়াড়। মেয়েদের এককে বর্তমান চ্যাম্পিয়ন তৃতীয় বাছাই নাওমি ওসাকাকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের ১৫ বছরের কিশোরী কোকো গফ। অষ্টম বাছাই সেরেনা উইলিয়ামস গতকাল সকালেই হেরেছিলেন, ওয়াং কিয়াংয়ের বিপক্ষে। দশম বাছাই ম্যাডিসন কিস হেরেছেন গ্রিসের মারিয়া সাকারির কাছে। ষষ্ঠ বাছাই বেলিন্ডা বেনচিচ ৬-০, ৬-১ সেটে উড়ে গেছেন এস্তোনিয়ার কন্তাভেঙ্কোর বিপক্ষে। দ্বিতীয় বাছাই ক্যারোলিনা প্লিসকোভা হেরে বসেছেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলুচেঙ্কোভার বিপক্ষে।