দিনের চেয়ে রাতেই ভালো বাংলাদেশ

>
লাহোরে টানা হেরে চলেছে বাংলাদেশ। ছবি: এএফপি
লাহোরে টানা হেরে চলেছে বাংলাদেশ। ছবি: এএফপি

লাহোরে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলছে দিনের আলোয়। পরিসংখ্যান কিন্তু বলছে টি-টোয়েন্টিতে দিনে খুব একটা ভালো করতে পারে না বাংলাদেশ।

নির্বাচকেরা দল তৈরির সময় ভেবেছিলেন, লাহোরে খেলা হবে রাতে, তীব্র শীতে। ঢাকায় থাকতে শিশিরভেজা কন্ডিশন নিয়ে কত কিছুই না ভেবেছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। খেলোয়াড়দেরও বলা হয়েছিল লাহোরের কঠিন কন্ডিশন ভাবনায় রেখে তৈরি হতে। সফরের এক দিন আগে জানা গেল, ম্যাচ রাতে নয় হবে দিনে। তীব্র কুয়াশার কারণে পিসিবি রাতে ম্যাচ আয়োজন থেকে সরে এসেছে।

লাহোরে বাংলাদেশ যেভাবে হারছে, তাতে মনে হচ্ছে রাতে খেলা হলেই ভালো হতো! পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টিতে বাংলাদেশ রাতেই ভালো খেলে। এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে মোট ৯৪ টি-টোয়েন্টি। জিতেছে ৩০টি, হেরেছে ৬২ ম্যাচে। এই ৩০ জয়ের ১৫টিই এসেছে রাতের ম্যাচে। বাংলাদেশ ১০টি টি-টোয়েন্টি জিতেছে দিনে বাকি ৫টি দিবারাত্রির ম্যাচে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৫০ শতাংশ জয় এসেছে রাতে।

গত চার বছরে বাংলাদেশ দিনে হওয়া টি-টোয়েন্টি ম্যাচে জিততেই পারেনি। লাহোরেও সেটি অব্যাহত আছে। ২০১৬ সালের ২০ জানুয়ারি থেকে দিনের আলোতে খেলা সর্বশেষ ৮টি টি-টোয়েন্টিতেই হেরেছে বাংলাদেশ। এই আট ম্যাচের তিনটি দেশের মাঠে। বাকি পাঁচটির তিনটি ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকায়। বাকি দুটি লাহোরে। একই সময়ে রাতে শুরু হওয়া ৩৩ ম্যাচের ১৩টি জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৯টি।এই সময়ে ৫টি দিবারাত্রির ম্যাচে ২টিতে জয়, হার তিনটিতে।

ক্রিকেট যতই সংখ্যার খেলা হোক, এ পরিসংখ্যান দেখে নিশ্চয়ই বলা যায় না, দিনে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ খেলাই উচিত নয়! বরং ওই প্রশ্নটার উত্তর খোঁজা জরুরি, দিনের ম্যাচে বাংলাদেশের কী হয়?

টি-টোয়েন্টিতে বাংলাদেশ:
মোট ম্যাচ: ৯৪ 
মোট জয়: ৩০
মোট হার: ৬২

দিনে জয়: ১০
দিনে হার: ২২

দিবারাত্রি ম্যাচে জয়: ৫
দিবারাত্রির ম্যাচে হার: ১৮

রাতে জয়: ১৫
রাতে হার: ২২