নাদালের বিদায়

সেমিফাইনালেই বিদায় নিতে হলো নাদালকে।
সেমিফাইনালেই বিদায় নিতে হলো নাদালকে।

প্রথম দুই সেটেই পিছিয়ে পড়েছিলেন। তবে ঘুরে দাঁড়িয়েছিলেন তৃতীয় সেটে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর যখন সেটটি জিতলেন নাদাল, তখন স্প্যানিশ তারকার পক্ষে বাজি ধরার অনেক লোকই ছিলেন। প্রতিপক্ষের হাতের মুঠোয় চলে যাওয়া অনেক ম্যাচই যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বের করে এনেছেন। কিন্তু সব দিনই যে একই রকম হয়! এবার পারলেন না নাদাল। অস্ট্রিয়ার ডমিনিক থিমের কাছে হেরে গেলেন ৭-৬ (৭/৩), ৭-৬ (৭/৪), ৪-৬, ৭-৬ (৮/৭) গেমে। এই জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন থিম।

এর আগে মেলবোর্ন পার্কে ছয়বার খেললেও একটি বারও চতুর্থ রাউন্ড পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারেননি থিম। কিন্তু এবার শেষ আট ছাড়িয়ে উঠে গেলেন সেমিফাইনালে। অবশ্য থিম এর আগে দুটি ফাইনালও খেলেছেন ফ্রেঞ্চ ওপেনে ( ২০১৮ ও ২০১৯)। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবে আলেক্সান্দার জভেরভের, যিনি শেষ আটে সুইজারল্যান্ডের স্তান ভাভরিঙ্কাকে হারিয়ে প্রথম বারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছেন।