পিন্ডি যাওয়ার আগে যা বলে গেলেন ক্রিকেটাররা

ভালো কিছু করতে আশাবাদী তিন তরুণ ক্রিকেটার। ফাইল ছবি
ভালো কিছু করতে আশাবাদী তিন তরুণ ক্রিকেটার। ফাইল ছবি
রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে মঙ্গলবার সন্ধ্যায় দেশ ছেড়েছে বাংলাদেশ দল। যাওয়ার আগে নিজেদের সম্ভাবনার কথা শুনিয়েছেন তিন তরুণ ক্রিকেটার সাইফ হাসান, নাঈম হাসান ও নাজমুল হোসেন।


ঢাকা থেকে পাকিস্তানের যেকোনো শহরে যাওয়া এখন অনেক ঝক্কির। দুই দেশের কোনো উড়োজাহাজ সংস্থাই এখন আর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে না। পাকিস্তান সফরের প্রথম পর্বে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেতে উড়োজাহাজ ভাড়া করেছিল বিসিবি। কিন্তু এবার দ্বিতীয় পর্বে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে বাংলাদেশ দল আর ভাড়া করা উড়োজাহাজ নিচ্ছে না। মঙ্গলবার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটেই টেস্ট-মিশনে উড়ে গেছেন তামিম-মাহমুদউল্লাহরা। ঢাকা থেকে প্রথমে দোহায় যাবে দল। সেখানে ট্রানজিট শেষে দোহা থেকে ইসলামাবাদ। রাওয়ালপিন্ডি রাজধানী ইসলামাবাদেরই খুবই কাছের শহর।

পাকিস্তানের মাটিতে ২০০৩ সালের পর এই প্রথম টেস্ট খেলতে যাওয়াটা যেকোনো বিচারেই রোমাঞ্চের। আজ থেকে প্রায় ১৭ বছর আগে পাকিস্তানের মাটিতে সবশেষ টেস্ট সিরিজটা কিন্তু খুব খারাপ ছিল না বাংলাদেশের। করাচি, পেশোয়ার, মুলতানের তিনটি টেস্টেই অসাধারণ দৃঢ়তা দেখিয়েছিলেন হাবিবুল বাশার, খালেদ মাহমুদরা। মুলতানে তো প্রায় ইতিহাস গড়াই হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ইনজামাম-উল-হকের অসাধারণ ব্যাটিং ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশের জয়।
এত বছর পর পাকিস্তানে গিয়ে দীর্ঘ পরিসরের ক্রিকেটে ভালো কিছুই করতে চায় বাংলাদেশ। উড়োজাহাজে ওঠার আগে নিজেদের স্বপ্নের কথা জানিয়েছেন দলের কয়েকজন। টেস্টের আগে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) যে তাদের বিশেষ আত্মবিশ্বাস জুগিয়েছে, সেটিও জানিয়েছে তাঁরা...

নাঈম হাসান
‘আমার লক্ষ্য থাকবে ভালো জায়গায় বোলিং করা। আল্লাহর রহমতে প্রস্তুতি অনেক ভালো। বিসিএল খেলে আমাদের অনেক উপকারই হয়েছে।’

নাজমুল হোসেন
‘কোচ আত্মবিশ্বাসী। আমিও আত্মবিশ্বাসী। ইনশা আল্লাহ ভালো কিছুই হবে। সাদা পোশাকে সময়টা খুব ভালো যাচ্ছে না হয়তো। কিন্তু আমরা এসব নিয়ে খুব বেশি ভাবছি না। আমরা ভাবছি সামনে যে ম্যাচটি আছে সেটি নিয়েই।’

সাইফ হাসান
‘ইনশা আল্লাহ ভালো কিছু হবে। আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারে। এবার প্রস্তুতি অনেক ভালো। আমরা বিসিএলের একটা রাউন্ড খেলেছি। অনেকেই ভালো করেছে। অনুশীলন ভালো হয়েছে। ম্যাকেঞ্জি, কুকের অধীনে সব মিলিয়ে প্রস্তুতি ভালো আমাদের। পাকিস্তানের বিপক্ষে ওপেন করতে না সব সময়ই চ্যালেঞ্জের। আমি যেহেতু ঘরোয়া ক্রিকেটে ওপেন করি, তাই খুব অসুবিধা হবে না। আমি যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব, সেটা আমার ও দলের জন্য ভালো হবে।’