মোহামেডানের সমর্থন চান আবাহনী কোচ

খেলোয়াড়দের নিয়ে ছক সাজাচ্ছেন আবাহনী কোচ মারিও লেমোস। ছবি: প্রথম আলো
খেলোয়াড়দের নিয়ে ছক সাজাচ্ছেন আবাহনী কোচ মারিও লেমোস। ছবি: প্রথম আলো
>

মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসের বিপক্ষে এএফসির কাপের প্লে-অফের ম্যাচে মোহামেডান সমর্থকদের সমর্থন চেয়েছেন আবাহনী কোচ মারিও লেমোস

শিরোনাম দেখে চমকে যেতে পারেন ৮০-৯০ দশকের ফুটবলপ্রেমীরা। ভ্রু কুঁচকে বলতে পারেন, এ কীভাবে সম্ভব! কিন্তু সময় বদলেছে বলেই এখন আবাহনীর কোচ মোহামেডান দর্শকদের সমর্থন চাইতে পারেন। আবার আবাহনী যেহেতু এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, ক্লাবপ্রীতি ছাপিয়ে দেশের সব দর্শকদের সমর্থন চাওয়াই স্বাভাবিক। মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচের আগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান সমর্থকদের সমর্থন চাইলেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস।

দুই মৌসুম ধরে আবাহনীর কোচ লেমোস। এর আগে ছিলেন জাতীয় দলের ট্রেনার। স্বাভাবিকভাবে আবাহনী-মোহামেডান দ্বৈরথের কথা তাঁর জানা। গত মৌসুমের মতো মোহামেডানের সমর্থকেরা এবারও আবাহনীকে সমর্থন দেবেন, এমন আশাই করছেন লেমোস, ‘শেষ এএফসি কাপের সময় অনেক মোহামেডান সমর্থক আমার কাছে এসে বলেছেন “কোচ আমি মোহামেডানের সমর্থক । তবে এএফসি কাপে আবাহনীতে সমর্থন দেব।” বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। আশা করি এবারও তারা আমাদের সমর্থন জানাবে। সবাই না করলেও কিছু দর্শক তো অবশ্যই জানাবে।’ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।

গত এএফসি কাপে সুরভি ছড়ানো আবাহনীকে এবার খেলতে হচ্ছে প্লে-অফ পর্ব। মাজিয়ার বিপক্ষে দুই পর্বের ( হোম অ্যান্ড অ্যাওয়ে) ম্যাচের বাধা পেরোলে আরও দুই ম্যাচের প্লে-অফ উতরে তাদের উঠতে হবে এএফসি কাপের মূল পর্বে। শেষবার আবাহনীর ইতিহাস গড়া সেনাপতি লেমোস এ পথচলা শুরু করতে চান বঙ্গবন্ধু স্টেডিয়াম রাঙিয়ে। ঘরে জিততে পারলে ১২ ফেব্রুয়ারি মালেতে অনুষ্ঠিত ফিরতি পর্বের ম্যাচে হিসেব সহজ হয়ে যাবে। এ বার্তাটা শিষ্যদের কানে দিয়েই আজকের অঙ্ক কষছেন লেমোস, ‘পরের ম্যাচের হিসেব আমি এখনই করতে চাই না। এটা পরিষ্কার ঘরের জিততে পারলেই পরের ম্যাচের হিসেব সহজ হয়ে যাবে। তাই আজকের ম্যাচটিকে ফাইনাল হিসেবে ধরে নিয়েই এগোচ্ছি।’

আবাহনীর বর্তমান পারফরম্যান্স ও মালদ্বীপ ক্লাবের বিপক্ষে তাদের অতীত এএফসি কাপ পরিসংখ্যান ভয়াবহ। রহমতগঞ্জের কাছে টাইব্রেকারে হেরে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে শুরু হয়েছে আবাহনীর এবারের মৌসুম। এ ব্যর্থতার সঙ্গে আছে তিন বছর আগের ভয়। ২০১৭ সালের এএফসি কাপে মাজিয়ার কাছে আবাহনী হেরেছিল দুই ম্যাচেই সমান ২-০ গোলের ব্যবধানে। তবে আবাহনীর সমর্থকদের জন্য আশার কথা শেষ এএফসি কাপ থেকে বদলে গেছে দল। গতবার ঘরের মাঠে এএফসি কাপে চার ম্যাচের একটিতেও হারেনি আবাহনী। সংখ্যাটা আজ পাঁচে নিতে পারলে আবাহনীর উচ্ছ্বাস সংক্রমিত হতে পারে অন্যান্য দলের সমর্থকদের মাঝে। এর মধ্যে তো মোহামেডানও আছে!