সেমিফাইনাল বাংলাদেশের কাছে আর দশটা ম্যাচের মতোই

নিজেদের দক্ষতা অনুযায়ী খেললেই ফল আসবে, মনে করেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। ছবি: আইসিসি
নিজেদের দক্ষতা অনুযায়ী খেললেই ফল আসবে, মনে করেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। ছবি: আইসিসি
>নিউজিল্যান্ডের বিপক্ষে যুব বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে নিজেদের দক্ষতায় আস্থা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীর। তিনি মনে করেন, দক্ষতা অনুযায়ী খেললেই সাফল্য আসবে

কাল এক মাহেন্দ্রক্ষণই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই বাংলাদেশের যুবাদের। দ্বিতীয়বারের মতো শেষ চারে উঠে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্নে এ মুহূর্তে বিভোর আকবর আলী, তৌহিদ হৃদয়, শাহাদত হোসেন, রকিবুল হাসানরা। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে জয় পাওয়া বাংলাদেশ সেমিতেও ভালো করবে—এমন প্রত্যাশা অনেকেরই। ধারাভাষ্যকার অ্যালান উইলকিনস তো শেষ আটের ম্যাচের পরপরই বলে দিয়েছেন, সেমিতে বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ড পারবে না। অধিনায়ক আকবর আলী মনে করেন, নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারলেই ফল বাংলাদেশের পক্ষে আসবে।

অ্যালানের কথা যে আকবররা খুব একটা মাথায় রাখতে চান না, সেটি তাঁর একটা কথাতেই বোঝা যায়, ‘নিউজিল্যান্ড এত দূর এসেছে ভালো ক্রিকেট খেলেই।’ কারও কথায় যেন মনঃসংযোগে সামান্যতম বিচ্যুতি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকাই শ্রেয় মনে করেন আকবর। নিউজিল্যান্ডের জন্য নিজেদের লক্ষ্যও নির্ধারণ করেছেন বাংলাদেশ অধিনায়ক। তাদের শক্তির জায়গাটাও খুব ভালোই জানা তাঁর, ‘মানসিক ও শারীরিক দুটি প্রস্তুতিই আমরা খুব ভালোভাবে নিয়েছি। নিউজিল্যান্ডকে যতটা সম্ভব কম রানে অলআউট করার চেষ্টা করব। লোয়ার অর্ডারে তাদের ভালো ব্যাটসম্যান আছে। তাদের ব্যাটিং লাইন অনেকটা লম্বা।’

যুব বিশ্বকাপের সেমিফাইনাল। চাপ থাকবে যথেষ্টই। কিন্তু আকবর এই ‘চাপ’ জিনিসটা থেকেই দূরে রাখতে চান নিজেদের। সে ব্যাপারে সম্পূর্ণ নিজস্ব কৌশলের কথাই বললেন তিনি, ‘দলের সবাই শান্ত আছে। এটা সেমিফাইনাল বা ফাইনাল না ধরে আর দশটা ম্যাচের মতো মনে করলেই মনে হয় ভালো ফল হবে।’