প্রতিপক্ষকে সাহায্য করে লাল কার্ড দেখলেন কোচ

ভিএআরের সাহায্য নেওয়ার পর লাল কার্ড দেখানো হয়েছে শালকের কোচ ভাগনারকে। ছবি: মেইল অনলাইন
ভিএআরের সাহায্য নেওয়ার পর লাল কার্ড দেখানো হয়েছে শালকের কোচ ভাগনারকে। ছবি: মেইল অনলাইন

বেচারা ডেভিড ভাগনার! উপকার করতে গিয়ে নিজের সর্বনাশই ডেকে এনেছেন জার্মানির ক্লাব শালকের জার্মান কোচ! তাও আবার তাঁকে লাল কার্ড দেওয়া হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে।

ঘটনাটি ঘটেছে গত কাল জার্মান কাপের তৃতীয় রাউন্ডে শালকে ও হার্থা বার্লিনের ম্যাচে। অতিরিক্ত সময়ের খেলা চলছিল, ম্যাচে ছিল ২-২-এ সমতা। ১১০ মিনিটের সময় টাচলাইনের কাছে হার্থার খেলোয়াড় জর্ডান তরুনারিগাকে ফাউল করেন শালকের এক খেলোয়াড়। তরুনারিগা ছিটকে টাচলাইনের বাইরে চলে যান। তাঁকে সেখান থেকে ওঠাতে এগিয়ে আসেন ডাগ আউটে দাঁড়িয়ে থাকা শালকের কোচ ভাগনার।

টাচলাইনের বাইরে ছিটকে পড়া প্রতিপক্ষ খেলোয়াড়কে ওঠাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শালকে কোচ ভাগনার। ছবি: মেইল অনলাইন
টাচলাইনের বাইরে ছিটকে পড়া প্রতিপক্ষ খেলোয়াড়কে ওঠাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শালকে কোচ ভাগনার। ছবি: মেইল অনলাইন

বিষয়টি ঠিক যেন পছন্দ হয়নি তরুনিগার। প্রথমে পাশে থাকা একটি পানির কেস তুলে মাটিতে মারেন হার্থার খেলোয়াড়। এরপর সরিয়ে দেন তাঁর কাঁধে হাত রাখা ভাগনারের হাত। এখানেই থামেননি তরুনারিগা। হাতটি সরিয়ে দেওয়ার সময় ভাগনারকে ধাক্কাও মারেন। বিষয়টির মীমাংসা করতে ভিএআরের সাহায্য নেন রেফারি। সবকিছু দেখে ভাগনারকে লাল কার্ড দেখানো হয়। বিষয়টিতে অবাক হয়েছেন স্বাগতিক শালকের খেলোয়াড়, কর্মকর্তা আর সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও বিতর্ক সৃষ্টি করেছে। কেউ বলছেন, ভিএআর নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে। অন্যদের দাবি, ভাগনার আসলেই দোষী।

কোচ লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলেও স্বাগতিকের ম্যাচটি শেষ করেছে হাসি নিয়েই। বেনিতো রামানের ১১৫ মিনিটের গোলে ম্যাচটি যে ৩-২ গোলে জিতেছে শালকে।