রাওয়ালপিন্ডির সকালে সেরা সেশন বাংলাদেশের

সকালে বাংলাদেশকে এমন উৎসবের উপলক্ষ এনে দিয়েছেন বোলাররা। ছবি: এএফপি
সকালে বাংলাদেশকে এমন উৎসবের উপলক্ষ এনে দিয়েছেন বোলাররা। ছবি: এএফপি
>

রাওয়ালপিন্ডি টেস্টে এ পর্যন্ত তিন দিনের মধ্যে সকালে আজই সেরা সেশন কেটেছে বাংলাদেশের

রাওয়ালপিন্ডি টেস্টে আজ চলছে তৃতীয় দিনের খেলা। তিন দিনে সকালের তিন সেশনের মধ্যে আজই সেরা সেশন কাটিয়েছে বাংলাদেশ। ২৪.১ ওভার বল করে ৭৮ রান দেওয়ার বিনিময়ে তুলে নিয়েছে ৪ উইকেট। মধ্যাহ্নভোজের খাবারে তাই ভালো স্বাদ পাওয়ার কথা মুমিনুল হকদের।

কাল ইবাদত হোসেনের করা শেষ ওভারের একটি বল বাকি ছিল। আজ শেষ বলটির পর প্রথম ওভারে প্রথম বলেই সবচেয়ে বড় ‘মাথাব্যথা’কে তুলে নেন আবু জায়েদ। বাবর আজম তাঁকে খেলতে গিয়ে ক্যাচ দেন প্রথম স্লিপে। ১৪৩ রানে দ্বিতীয় দিন শেষ করা বাবরকে নিয়ে কাল শোয়েব আখতার বলেছিলেন, ট্রিপল সেঞ্চুরি তুলে নিতে পারেন সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। কিন্তু প্রথম ওভারেই তাঁর ভবিষ্যৎবাণী মিথ্যে করে দেন জায়েদ। শুরু থেকেই সুইং পেয়েছেন এ পেসার।

অন্যপ্রান্ত থেকে ইবাদতকে দিয়ে বোলিং চালিয়ে যান বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। ছয় ওভার পরই সাফল্য এনে দেন ইবাদত। আসাদ শফিককে পরিণত করেন লিটন দাসের ক্যাচে। আগের দিন টিকে থাকা বাবর-আসাদ আজ বড় রান করতে পারেন, এমন শঙ্কা ছিল। কিন্তু দ্রুতই এ দুজনকে তুলে নেন দুই পেসার। সকালের সেশনে শেষ ভেলকি দেখিয়েছেন রুবেল হোসেন। মোহাম্মদ রিজওয়ানকে তুলে নেওয়ার পর মধ্যাহ্নভোজ বিরতির এক ওভার আগে ইয়াসির শাহকেও ফিরিয়েছেন এ পেসার।

৫৪ রান তোলা হারিস সোহেল আছেন উইকেটে। তিনি-ই একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান। অন্য প্রান্তে নয়ে নামা শাহীন আফ্রিদি। পাকিস্তানকে যত দ্রুত সম্ভব অলআউট করতে পারলে লিডটা বেশি বড় হবে না। দ্বিতীয় সেশনে এ লক্ষ্য নিয়েই বল করতে হবে বাংলাদেশের বোলারদের। মধ্যাহ্নভোজ বিরতির আগে ৭ উইকেটে ৪২০ রান তুলেছে পাকিস্তান। হাতে ৩ উইকেট রেখে বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৮৭ রানে এগিয়ে তারা।

টেস্টের প্রথম দিন মধ্যাহ্নভোজের আগে ৯৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে পাকিস্তান ব্যাটিংয়ে থাকতে সকালে সেশনে ৯৫ রানের বিনিময়ে নিতে পেরেছে ২ উইকেট। সে তুলনায় আজ সেরা সেশনই কেটেছে বাংলাদেশের।