যত্ন করে রেখে দিন ইতিহাস গড়া স্কোর বোর্ড

বাংলাদেশ দল। ছবি: আইসিসি
বাংলাদেশ দল। ছবি: আইসিসি

ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। বৈশ্বিক যে কোনো টুর্নামেন্টে এটিই বাংলাদেশের প্রথম কোনো শিরোপা।

স্কোর কার্ড

ভারত : ১৭৭,(৪৭.২ ওভারে অলআউট)
বাংলাদেশ : ১৭০ ( ৪২.১ ওভার ৭ উইকেট)
ফলাফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী ( ডিএলএস)  

ভারত ইনিংস:

ব্যাটসম্যান

রান

বল

জয়সোয়াল (ক) তানজিদ (ব) শরিফুল

৮৮

১২১

সাক্সেনা (ক) মাহমুদুল (ক) অভিষেক

১৭

তিলক (ক) শরিফুল (ব) তানজিম

৩৮

৬৫

গার্গ (ক) তানজিদ (ব) রকিবুল

জুরেল রানআউট

২২

৩৮

বীর এলবিডব্লু (ব) শরিফুল

আনকোলেকার (ব) অভিষেক  

বিষ্ণয় রানআউট                   

মিশ্র (ক) শরিফুল (ব) তানজিম

ত্যাগী (ক) আকবর (ব) অভিষেক

আকাশ অপরাজিত

মোট অতিরিক্ত

১১

 

 

 

বোলিং

 শরিফুল ১০-১-৩১-২ (ও ২) তানজিম ৮.২-২-২৮-২ (ও ২) অভিষেক ৯-০-৪০-৩ (ও ৬) শামীম ৬-০-৩৬-০ রকিবুল ১০-১-২৯-১ তৌহিদ ৪-০-১২-০ 

বাংলাদেশ ইনিংস  :

    

ব্যাটসম্যান

রান

বল

পারভেজ (ক) আকাশ ( ব) জয়সোয়াল

৪৭

৭৯

তানজিদ (ক) ত্যাগী (ব) বিষ্ণু

১৭

২৫

মাহমুদুল (ব) বিষ্ণয়

১২

তৌহিদ এলবিডব্ল (ব) বিষ্ণয়

শাহাদত (স্টা) জুরেল (ব) বিষ্ণয়

১০

আকবর অপরাজিত

৪৩

৭৭

শামীম (ক) জয়সোয়াল (ব) মিশ্র

১৮

অভিষেক( ক) ত্যাগী (ব) মিশ্র

রকিবুল অপরাজিত

২৫

মোট অতিরিক্ত

৩৩

 

 

 

 বোলিং

ত্যাগী ১০–২–৩৩–০ (ও ৫), মিশ্র ৭–০–২৫–২ (ও ৪, নো ২), আকাশ ৮–১–৩৩–০ (ও ৫), বিষ্ণয় ১০–৩–৩০–৪, আনকোলেকার ৪.১–০–২২–০ (ও ১), জয়সোয়াল ৩–০–১৫–১।