ছবিতে বিশ্বকাপজয়ী যুবাদের বরণ

>

বিশ্বকাপ চ্যাম্পিয়ন! হোক না অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, তবু এমন অর্জনে জাগে রোমাঞ্চের স্ফুরণ। ক্রিকেটপ্রেমীরা ভেসে যাচ্ছেন বাঁধভাঙা আনন্দে। এ আনন্দের উপলক্ষ এনে দেওয়া ক্রিকেটারদের আজ ফুল ও ভালোবাসায় সিক্ত করে বরণ করে নেওয়া হলো বর্ণিল উদযাপনে। শাহজালাল বিমানবন্দর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পর্যন্ত মানুষের ভালোবাসা ও অভ্যর্থনা পেয়েছে অনূর্ধ্ব-১৯ দল। ছবির গল্পে আসুন দেখে নেই তার খণ্ড চিত্র—

১ / ৯
শাহজালাল বিমানবন্দরের সিঁড়ি দিয়ে নামছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ছবি: শামসুল হক
শাহজালাল বিমানবন্দরের সিঁড়ি দিয়ে নামছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ছবি: শামসুল হক
২ / ৯
বিমানবন্দরে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বিসিবি প্রধান নাজমুল হাসান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান। ছবি: শামসুল হক
বিমানবন্দরে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বিসিবি প্রধান নাজমুল হাসান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান। ছবি: শামসুল হক
৩ / ৯
শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের নিয়ে কেক কাটেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ছবি: শামসুল হক
শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের নিয়ে কেক কাটেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ছবি: শামসুল হক
৪ / ৯
শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকদের ঢলের মাঝে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। ছবি: শামসুল হক
শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকদের ঢলের মাঝে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। ছবি: শামসুল হক
৫ / ৯
ক্রিকেটারদের নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উঁচিয়ে ধরছেন বিসিবি সভাপতি। ছবি: শামসুল হক
ক্রিকেটারদের নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উঁচিয়ে ধরছেন বিসিবি সভাপতি। ছবি: শামসুল হক
৬ / ৯
ক্রিকেটারদের বরণ করে নিতে বিমানবন্দরের রাস্তায় ভক্তদের ঢল। ছবি: শামসুল হক
ক্রিকেটারদের বরণ করে নিতে বিমানবন্দরের রাস্তায় ভক্তদের ঢল। ছবি: শামসুল হক
৭ / ৯
শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে ঢল নেমেছিল ক্রিকেটপ্রেমীদের। ছবি: তারেক মাহমুদ
শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে ঢল নেমেছিল ক্রিকেটপ্রেমীদের। ছবি: তারেক মাহমুদ
৮ / ৯
ক্রিকেটারদের বরণ করে নিতে বিশ্বচ্যাম্পিয়নের নতুন ব্যানার টানানো হয় শেরেবাংলা স্টেডিয়ামে। ছবি: শামসুল হক
ক্রিকেটারদের বরণ করে নিতে বিশ্বচ্যাম্পিয়নের নতুন ব্যানার টানানো হয় শেরেবাংলা স্টেডিয়ামে। ছবি: শামসুল হক
৯ / ৯
রাস্তায় বাদ্যি-বাজনা নিয়ে নেমেছিলেন ক্রিকেটপ্রেমীরা। ছবি: শামসুল হক
রাস্তায় বাদ্যি-বাজনা নিয়ে নেমেছিলেন ক্রিকেটপ্রেমীরা। ছবি: শামসুল হক