নিজের দলের ওপর খেপেছেন কোহলি

বিরাট কোহলি। ছবি: এএফপি
বিরাট কোহলি। ছবি: এএফপি

অধিনায়ক দলকে আগলে রাখেন। সব সময় দলের পাশে থাকেন। দলও অধিনায়ককে না জানিয়ে কিছু করে না। খেলায় সাধারণত এমনই দেখা যায়। কিন্তু যদি তার উল্টো হয়। মানে অধিনায়ককে এড়িয়ে নিজেদের কাজ করছে দল। আর সে অধিনায়কটি যদি হন বিরাট কোহলি! তবে সে দলটা ভারতীয় ক্রিকেট দল নয়, তাঁর আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স

বহুদিন ধরে বেঙ্গালুরু নেতৃত্বে আছেন কোহলি। ফ্র্যাঞ্চাইজিটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাদের প্রোফাইল ছবি ও নানা রকম পোস্ট মুছে ফেলা শুরু করেছে। জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরে থাকা কোহলি এতে বিস্মিত আর কিছুটা মনঃক্ষুণ্নও হয়েছেন। বেঙ্গালুরু যে তাঁকে না জানিয়েই এসব করছে!

কোহলির টুইট। ছবি: টুইটার
কোহলির টুইট। ছবি: টুইটার

ভারতীয় অধিনায়ক তাই একটু রাগের সুরেই এ নিয়ে টুইট করেছেন, ‘অধিনায়ককে না জানিয়েই পোস্টগুলো মুছে ফেলা হচ্ছে। কোনো সাহায্য লাগলে বলো।’ ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ব্র্যান্ডের নাম পাল্টাতে পোস্টগুলো মুছে ফেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স। আইপিএলের নতুন সংস্করণে দলটিকে দেখা যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামে। আগে নাম ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শহরের নাম বেশ আগেই ‘ব্যাঙ্গালোর’ থেকে ‘বেঙ্গালুরু’ হয়েছে। কিন্তু এত দিন তাদের নাম ‘ব্যাঙ্গালোর’-ই ছিল। কেরালার ব্যবসায়িক প্রতিষ্ঠান মুটহুট ফিনকর্পের সঙ্গে তিন বছরের স্পনসর চুক্তির পর এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

শুধু কোহলি নন, রয়্যাল চ্যালেঞ্জার্সের তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও এ নিয়ে টুইট করেছেন, ‘বন্ধুগণ, আমাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের কি হয়েছে? আশা করি এটা কৌশলগত সিদ্ধান্ত।’ যুজবেন্দ্র চাহালের টুইট, ‘এটা কোন ধরনের গুগলি? প্রোফাইল ছবি ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কি হয়েছে?’