রোনালদোর সঙ্গে খেলতে চান রাকিতিচ

মেসির সঙ্গে খেলার পর রোনালদোর সঙ্গেও খেলার সুযোগ পেতে চান রাকিতিচ। ছবি: ইভান রাকিতিচ টুইটার
মেসির সঙ্গে খেলার পর রোনালদোর সঙ্গেও খেলার সুযোগ পেতে চান রাকিতিচ। ছবি: ইভান রাকিতিচ টুইটার

লিওনেল মেসি সর্বকালের সেরা, এ নিয়ে ইভান রাকিতিচের মনে কোনো দ্বিধা নেই। কিন্তু সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলেছেন বলে কি দ্বিতীয় বা তৃতীয় সেরাদের সঙ্গে খেলার ইচ্ছা জাগবে না? বিষয়টি তো আর নৈর্ব্যক্তিক নয়! রাকিতিচও তাই আশা করছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও একদিন খেলতে পারবেন।

বার্সেলোনার মধ্যমাঠে পাঁচ মৌসুম কাটিয়ে দিয়েছেন রাকিতিচ। এ মৌসুমের শুরুতে সে সম্পর্ক শেষ হবে বলে বেশ গুঞ্জন উঠেছিল। এই মিডফিল্ডারের জন্য আগ্রহ দেখিয়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি তাঁর জন্য আগ্রহ দেখিয়েছিল। বার্সেলোনার একাদশে ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে ওঠায় রাকিতিচের জন্য সেটাই হয়তো সবচেয়ে ভালো হতো। কিন্তু দুটি দল বদলের মৌসুম শেষেও বার্সেলোনাতেই আছেন ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তোলা এই মিডফিল্ডার।

শোনা যাচ্ছে জুভেন্টাস এখনো ৩১ বছর বয়সী মিডফিল্ডারকে পেতে আগ্রহী। সে ক্ষেত্রে বর্তমানে জুভেন্টাসের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলার সুযোগটা পেয়ে যাবেন রাকিতিচ। রাকিতিচও এমন সুযোগের কথা ভেবে আনন্দিত হচ্ছেন, ‘অবশ্যই আমি ওর সঙ্গে খেলতে পারলে খুশি হব। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। তাঁর খেলা উপভোগ করি এবং জুভেন্টাসে খুব ভালো করছে।’

ব্লিচার্স রিপোর্টের সঙ্গে কথোপকথনে মেসি বন্দনায় মেতেছিলেন রাকিতিচ, ‘মেসির সঙ্গে খেলার অনুভূতি অসাধারণ—সে বিশেষ কিছু। সব যুগেই দুর্দান্ত খেলোয়াড় থাকে কিন্তু আমি নিশ্চিত গত ১৫ বছরে সেই সেরা। আমার মতে সেই সর্বকালের সেরা। তাঁর সঙ্গে ছয় বছর কাটানোর মুহূর্ত দুর্দান্ত।’