'এখন খেলোয়াড়দের সমালোচনা করে লোকে পয়সা কামাচ্ছে'

যশপ্রীত বুমরা। সময়টা ভালো যাচ্ছে না। ছবি: এএফপি
যশপ্রীত বুমরা। সময়টা ভালো যাচ্ছে না। ছবি: এএফপি
>ভারতের পেসার যশপ্রীত বুমরার সমালোচনা হওয়ায় খেপেছেন তাঁর জাতীয় দল সতীর্থ মোহাম্মদ শামি

যশপ্রীত বুমরার কী হলো?

প্রশ্নটা এখন অনেকের। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ছিলেন উইকেটশূন্য। ২০১৬ সালে অভিষেকের পর এ সিরিজেই প্রথম উইকেটশূন্য থাকলেন বুমরা। ঠিক ভালো কাটেনি টি-টোয়েন্টি সিরিজও। তবু ৫ ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। তবে ওয়ানডে সিরিজে বাজে পারফরম্যান্স প্রভাব ফেলেছে তাঁর র‌্যাঙ্কিংয়েও। ওয়ানডের শীর্ষ বোলারদের র‌্যাঙ্কিংয়ে নেমে গেছেন দুইয়ে। ভারতে তাই সমালোচনা চলছে ‘ডেথ ওভার’ বিশেষজ্ঞ এই পেসারের। বুমরার জাতীয় দল সতীর্থ মোহাম্মদ শামি তাতে ভীষণ অবাক। তাঁর প্রশ্ন, মাত্র দু-চার ম্যাচ দেখে লোকজন বুমরার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে কীভাবে?

হ্যামিল্টনে নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে বুমরাকে নিয়ে কথা বলেন শামি, ‘মাত্র ২ ম্যাচে পারফর্ম করতে পারেনি বলে তার ম্যাচ জেতানোর সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা যায় না। বুমরা ভারতকে সাফল্য এনে দিয়েছে তা ভুলে যাওয়া কিংবা এড়ানো সম্ভব কীভাবে? ইতিবাচকভাবে ভাবলে বরং খেলোয়াড়েরই ভালো।’

চোট কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন বুমরা। সমালোচকেরা তা ভুলে নিন্দা করায় খেপেছেন শামি। সমালোচকদের প্রতি সোজাসাপ্টাই তিনি বলেন, ‘বাইরে থেকে সমালোচনা করা সহজ। কিন্তু মাঠে ফিরে আসতে অনেক কিছু লাগে। এখন তো খেলোয়াড়দের সমালোচনা করে লোকে পয়সা কামাচ্ছে। খেলোয়াড়দের নিয়ে কথা বলা ভালোই। তবে তিন-চার ম্যাচ দেখেই ফল প্রত্যাশা করা উচিত না। যে কেউ চোট পেতে পারে এবং সেখান থেকে মাঠে ছন্দে ফেরা কিন্তু চ্যালেঞ্জের।’