বার্সার টুইটার হ্যাক করে হ্যাকাররা বলল, নেইমার ফিরে আসবে

বার্সার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এএফপি ফাইল ছবি
বার্সার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এএফপি ফাইল ছবি
>

বার্সেলোনা ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টগুলো হ্যাকিংয়ের শিকার হয়েছে। সেখান থেকে হ্যাকাররা দিয়েছেন বিভিন্ন বার্তা

তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের এ যুগে হ্যাকারদের হাত থেকে বাঁচা দায়। এমনকি অলিম্পিক ও বার্সেলোনার মতো প্রতিষ্ঠানের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও অনিরাপদ। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, কাল অলিম্পিক ও বার্সার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়। ‘আওয়ার মাইন’ নামে একটি চক্র এ দুটি অ্যাকাউন্ট হ্যাক করায় কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

বার্সেলোনা ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বেশ কিছু অ্যাকাউন্টে এ নিয়ে কিছু বার্তা পোস্ট করে হ্যাকিং চক্র। বার্সার বিভিন্ন বিষয়ে নানা ভাষায় অফিশিয়াল অ্যাকাউন্ট রয়েছে। সব কটিই হ্যাক হয়েছিল বলে জানা গেছে। কাল লা লিগায় গেটাফেকে হারিয়ে লিগ টেবিলে বার্সা রিয়াল মাদ্রিদকে ধরে ফেলার পরই হ্যাকিংয়ের এ ঘটনা ঘটে।

হ্যাক করা সব কটি অ্যাকাউন্ট থেকে চক্রটি একটি বার্তা পাঠায়, ‘আমরা আওয়ার মাইন, এ নিয়ে দ্বিতীয়বারের মতো এলাম। (অ্যাকাউন্টের) নিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে ভালো হয়েছে তবে সেরা হতে পারেনি।’ এর আগে ২০১৭ সালে একবার বার্সার অ্যাকাউন্ট হ্যাক করেছিল আওয়ার মাইন চক্র। তখন তারা মিথ্যা দাবি করেছিল, পিএসজি থেকে অ্যাঙ্গেল ডি মারিয়াকে কিনবে বার্সা।

অ্যাকাউন্ট উদ্ধারের পর হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করেছে বার্সা, ‘বার্সেলোনার টুইটার অ্যাকাউন্টগুলো হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ কারণে ক্লাবের বাইরে থেকে ছাড়া বার্তা দেখা যাচ্ছে। কিন্তু সেগুলো মুছে ফেলা হয়েছে। এ ঘটনার তদন্ত করে নিরাপত্তাব্যবস্থা অবশ্যই বাড়ানো হবে।’ আন্তর্জাতিক অলিম্পিক কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হওয়ার পর উদ্ধার করা হয়েছে এবং গোটা ঘটনাটা তদন্ত করা হচ্ছে। টুইটারের পক্ষ থেকে বলা হয়, ‘ঘটনাটা টের পাওয়ার পর আমরা হ্যাকিংয়ের শিকার হওয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিই।’

বার্সার অ্যাকাউন্টগুলো হ্যাক করে কিছু গোপন নথি দাবিও করেছে হ্যাকিং চক্র। হ্যাকিংয়ের পর তারা এ নিয়ে একটি বার্তাও পাঠিয়েছে। ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমার আবার ফিরতে পারেন, এ নিয়ে টুইট করে চক্রটি, ‘আমরা আওয়ার মাইন। কিছু গোপন বার্তা পড়ে বোঝা গেল নেইমার এখানে (বার্সা) ফিরে আসবে।’