গত রাতে কী হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে

ইন্টার মিলানকে হারিয়ে সিরি ‘আ’তে দ্বিতীয়স্থানে উঠে এসেছে লাৎসিও। ছবি: রয়টার্স
ইন্টার মিলানকে হারিয়ে সিরি ‘আ’তে দ্বিতীয়স্থানে উঠে এসেছে লাৎসিও। ছবি: রয়টার্স
>

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ব্যস্ত এক রাতে জিতেছে আর্সেনাল, টটেনহাম, লাৎসিও, বায়ার্ন।

ব্যস্ত এক রোববার কাটল ইউরোপিয়ান ক্লাব ফুটবলে। রিয়াল মাদ্রিদের ড্রর রাতে সিরি ‘আ’তে হেরে গেছে ইন্টার মিলান। ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে আর্সেনাল। লা লিগা ছাড়া ইউরোপের অন্য বড় লিগগুলোয় কী হলো এক নজরে দেখে নিই তা।

ইন্টারকে হারিয়ে স্বপ্ন উজ্জ্বল লাৎসিওর
ম্যাচটি জিতলেই সিরি ‘আ’র পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যেত ইন্টার মিলান। কিন্তু মিলানের ক্লাবটি ২-১ গোলে হেরে গেছে লাৎসিওর কাছে। ঘরের মাঠের এই জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে রোমের ক্লাবটি। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট লাৎসিওর। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে গতকালই ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলেই ব্রেসিয়াকে ২-০ গোলে হারানো জুভেন্টাস।


৪৪ মিনিটে ইন্টারকে এগিয়ে দিয়েছিলেন ইংল্যান্ড ছেড়ে ইতালিতে পাড়ি জমানো অ্যাশলি ইয়াং। সিরি ‘আ’তে তাঁর এটিই প্রথম গোল। ৫০ ও ৬৯ মিনিটে চিরো ইম্মোবিলে ও সের্গেই মিলিনকোভিচ-সাভিচের গোল জয় এনে দেয় লাৎসিওকে। এবারের লিগে ২৬ গোল হয়ে গেছে ইম্মোবিলের। রাতের আরেক ম্যাচে দ্রিস মের্তেন্সের একমাত্র গোলে নাপোলি হারিয়েছে কালিয়ারিকে।

বড় জয়ে শীর্ষে বায়ার্ন
এফসি কোলনকে ৪-১ গোলে হারিয়ে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বায়ার্ন মিউনিখ। কোলনের মাঠে রবার্ট লেভানডফস্কি ও কিংসলে কোমানের গোলে ৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। ১২ মিনিটে তৃতীয় ও ৬৬ মিনিটে চতুর্থ গোলটি করেন সার্জ নাবরি। ৭০ মিনিটে কোলনের হয়ে একটি গোল শোধ করেন মার্ক উথ। এই জয়ে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট হলো বায়ার্নের, সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ।

আর্সেনালের বড় জয়
রাতের দ্বিতীয় ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল। গানারদের চারটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৪ মিনিটে পিয়ের-এমেরিক অবামেয়াংয়ের করেন প্রথম গোল, ৫৭ মিনিটে নিকোলাস পেপে দ্বিগুণ করেন ব্যবধান। ৯০ মিনিটে মেসুত ওজিল তৃতীয় গোল করার পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ৪-০ করেন লাকাজেত। ২৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল উঠে এল পয়েন্ট তালিকার দশে। দিনের প্রথম ম্যাচে সন হিউং-মিনের জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারায় টটেনহাম।