হরল্যান্ড না এমবাপ্পে?

আর্লিং ব্রট হরলান্ড ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: এক্সপ্রেস স্পোর্ট টুইটার পেজ
আর্লিং ব্রট হরলান্ড ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: এক্সপ্রেস স্পোর্ট টুইটার পেজ
>

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো প্রথম লেগের ম্যাচ গড়াচ্ছে আজ রাতে

দুই মাসের অপেক্ষা ফুরোল। শেষ ষোলো প্রথম লেগের ম্যাচ নিয়ে আজ আবার ফিরছে রাত জেগে চ্যাম্পিয়নস লিগ দেখার রোমাঞ্চ। শুরুর দিনেই আকর্ষণ-জাগানিয়া দুই ম্যাচ—অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। আর হরলান্ড-রয়েস-সাঞ্চোদের বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে যাচ্ছে নেইমার-এমবাপ্পে-ইকার্দির পিএসজি।

অ্যাটলেটিকো-লিভারপুল
মুখোমুখি
ম্যাচ: ৪
লিভারপুল: ১
অ্যাটলেটিকো: ১
ড্র: ২

সর্বশেষ পাঁচ ম্যাচের ফর্ম (প্রথমে সর্বশেষ ম্যাচ):
অ্যাটলেটিকো: ড্র, জয়, হার, ড্র, হার
লিভারপুল: জয়, জয়, জয়, জয়, ড্র

চোটের অবস্থা:
অ্যাটলেটিকো:  হেক্তর হেরেরা ও কিয়েরান ট্রিপিয়ের চোটে। জোয়াও ফেলিক্স ও দিয়েগো কস্তার খেলা সংশয়ে।
লিভারপুল: জেরদান শাকিরির চোট এখনো সারেনি।

সংখ্যায় সংখ্যায়:

অ্যাটলেটিকো
১৩
নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে টানা ১৩ ম্যাচে অপরাজিত অ্যাটলেটিকো (জয় ৮, ড্র ৫)।

নিজেদের মাঠে ইংলিশ দলের বিপক্ষে সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে অ্যাটলেটিকো হেরেছে মাত্র ১টিতে (জয় ৭, ড্র ৪)

উয়েফার টুর্নামেন্টে ইংলিশ দলের বিপক্ষে সর্বশেষ ১০টি দুই লেগের নকআউট পর্বের ৮টিতেই জিতেছে অ্যাটলেটিকো, এর মধ্যে জিতেছে সর্বশেষ ৪টিতেই।

লিভারপুল

ইয়ুর্গেন ক্লপের অধীনে এখনো ইউরোপিয়ান টুর্নামেন্টে ১১টি দুই লেগের নকআউট পর্বে (বাছাইপর্ব মিলিয়ে) লিভারপুল কখনো হারেনি।

স্প্যানিশ ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ৪টি দুই লেগের নকআউট পর্বের ৪টিতেই জিতেছে লিভারপুল।

২০০৮-০৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের মাঠে ১-০ জয়ের পর স্প্যানিশ দলগুলোর মাঠে সর্বশেষ ৫ ম্যাচে জেতেনি লিভারপুল (ড্র ১, হার ৪)।

ডর্টমুন্ড-পিএসজি
মুখোমুখি
ম্যাচ: ২
ডর্টমুন্ড: ০
পিএসজি: ০
ড্র: ২

সর্বশেষ পাঁচ ম্যাচের ফর্ম (প্রথমে সর্বশেষ ম্যাচ)
ডর্টমুন্ড: জয়, হার, হার, জয়, জয়
পিএসজি: ড্র, জয়, জয়, জয়, জয়

চোটের অবস্থা:
ডর্টমুন্ড:  টমাস ডেলানি ও মার্কো রয়েস চোটে। ইউলিয়ান ব্রান্টের খেলা নিয়ে আছে সংশয়।
পিএসজি: কলিন দাগবা ও আবদু দিয়ালো চোটে। নেইমার ও প্রেসনেল কিমপেম্বের খেলা সংশয়ে।

সংখ্যায় সংখ্যায়:
ডর্টমুন্ড:

জানুয়ারিতেই ডর্টমুন্ডে যোগ দেওয়া আর্লিং ব্রট হরলান্ড বুন্দেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম ৫ ম্যাচে ৮ গোল করেছেন।

এই মৌসুমের গ্রুপ পর্বে দুটি জয় নিয়েও নিজেদের মাঠে ইউরোপিয়ান টুর্নামেন্টে সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র ৫ জয় ডর্টমুন্ডের (ড্র ৩, হার ৫)।

উয়েফা টুর্নামেন্টে ফরাসি ক্লাবের বিপক্ষে ৫টি দুই লেগের নকআউট পর্বের ৩টিতে জিতেছে ডর্টমুন্ড, তবে সর্বশেষ দুবারই হেরেছে।

পিএসজি

গ্রুপ পর্বে ৬ ম্যাচে মাত্র ২ গোল খেয়েছে পিএসজি—দুটিই রিয়ালের বিপক্ষে। এবারের চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত সবচেয়ে কম গোল খেয়েছে দলটি।

চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিনবারই শেষ ষোলোতে বাদ পড়েছে পিএসজি, তার আগের চারবার কোয়ার্টার ফাইনালে।

চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাবের বিপক্ষে দুবার দুই লেগের নকআউট পর্বে মুখোমুখি হয়ে দুটিতেই জিতেছে পিএসজি (২০০৮-০৯ মৌসুমে ভলফ্‌সবুর্গ, ২০১৩-১৪ মৌসুমে লেভারকুসেন)।