করোনাভাইরাস-আতঙ্ক, চীনের কুস্তিগিরদের ভিসা দেয়নি ভারত

>
এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে মাস্ক পরে অংশ নিচ্ছেন কুস্তিগিররা। ছবি: রয়টার্স
এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে মাস্ক পরে অংশ নিচ্ছেন কুস্তিগিররা। ছবি: রয়টার্স

ভারতে শুরু হয়েছে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ। করোনাভাইরাস–সতর্কতায় এ প্রতিযোগিতায় অংশ নিতে চীনের কুস্তিগিরদের ভিসা দেয়নি ভারত

নয়াদিল্লিতে কাল শুরু হয়েছে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ। চীনের কুস্তিগিররা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। ভারতীয় কুস্তি ফেডারেশনের কর্মকর্তারা অফিশিয়াল সংবাদমাধ্যমকে জানান, করোনাভাইরাস–আশঙ্কায় চীনের কুস্তিগিরদের ভিসা দেয়নি ভারত।

বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস–আতঙ্ক। চীনের উহান থেকে এ ভাইরাস ছড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুই হাজার ছুঁই ছুঁই। সংক্রমিত হয়েছেন ৭৪ হাজারের বেশি মানুষ। গুজব উঠেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রায় দশ হাজার লাশ গায়েব করে দিয়েছে দেশটি; যদিও চীন অস্বীকার করেছে খবরটা। চীনের বাইরে ২৪টি দেশে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। সাবধানতা থেকেই চীনের নাগরিকদের ই-ভিসা দিচ্ছে না ভারতের সরকার।

ভারতীয় কুস্তি ফেডারেশনের সহকারী সচিব বিনোদ তোমার বলেন, ‘ওরা (চীনের কুস্তিগির) আসছে না। করোনাভাইরাস মহামারি হয়ে ছড়িয়ে পড়ার কারণে অবশ্যই স্বাস্থ্যগত ঝুঁকি থেকে যায়।’ আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের ওয়েবসাইটে চীনা ফেডারেশনের এক মুখপাত্র এ নিয়ে বলেন, ‘কুস্তিগিররা (ভারতে) যেতে না পারায় অবশ্যই মনোক্ষুণ্ণ হয়েছে।’

ভারতের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানান, ভিসা না দেওয়ার সিদ্ধান্ত বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে। যেহেতু স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। তিনি বলেন, ‘অলিম্পিক সনদ অনুযায়ী আমরা কোনো দেশের নাগরিকের ভিসা দিতে অস্বীকৃতি জানাতে পারি না। খেলাধুলা থেকে রাজনীতিটা আমরা দূরে সরিয়ে রাখার চেষ্টা করি। তবে স্বাস্থ্য কিংবা অন্য কোনো কৌশলগত সমস্যা থাকলে ভিন্ন ব্যবস্থা নিতেই হয়।’

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে চীনের ৪০ সদস্যের দলের অংশ নেওয়ার কথা ছিল। তবে চীনের কুস্তি ফেডারেশন (সিডব্লিএ) লিখিতভাবে ভারতীয় কুস্তি ফেডারেশনকে (ডব্লিউএফআই) জানিয়েছিল, ৩০ জন কুস্তিগির ও বাকি ১০ জন সাপোর্ট স্টাফকে সংক্রমণ থেকে দূরে রাখতে আলাদা রাখা হয়েছিল। তাঁরা করোনাভাইরাসে সংক্রমিত হননি।