পাকিস্তানের বিশ্বকাপ জয়ে ইমরানের অবদান 'শূন্য'

১৯৯২ বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে ইমরান খান। ফাইল ছবি
১৯৯২ বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে ইমরান খান। ফাইল ছবি
পাকিস্তানি ক্রিকেটপ্রেমীর কথা শুনলে চমকে যেতে হয়। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ে ইমরান খানের অবদান নেই!


এ কেমন কথা বললেন পাকিস্তানি ক্রিকেট ভক্ত! ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ে ইমরান খানের অবদান শূন্য! তাঁর মতে, বিশ্বকাপ জয়ে ইমরানের অবদান নিয়ে যা বলা হয়, তাতে সেটা মিথ্যে ছাড়া আর কিছুই নয়।

ক্রিকেট ভক্তের এমন কথায় চমকে যেতে পারেন অনেকেই। বিরানব্বইয়ের বিশ্বকাপ আর ইমরান যে ওতপ্রোতভাবেই জড়িয়ে আছেন। যে দলটা রাউন্ড রবিন লিগে ৫ ম্যাচের চারটিতেই হেরেছিল, সে দলটাই শেষ তিন ম্যাচে টানা জিতে চলে গেল সেমিফাইনালে। শেষ চারের লড়াইয়ে নিউজিল্যান্ড আর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ২৮ বছর আগে পাকিস্তানের বিশ্বকাপ জয় তো ক্রিকেটের চিরন্তন গল্পগাথারই অংশ।
ইয়াহু স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পাকিস্তানি ক্রিকেট ভক্ত বলেছেন, ইমরান সম্পর্কে যা প্রচারিত, সেটি বিরাট বড় মিথ্যা। ইমরান গোটা টুর্নামেন্টে এমন কোনো ক্রিকেট খেলেননি, যাতে বলা যায় যে বিশ্বকাপ জয়ে তাঁর বড় অবদান আছে।’

তিনি ইতিহাসের পাতায় ঢুঁ মেরেই ৯২’তে ইমরানের পারফরম্যান্স তুলে এনেছেন, ‘আমি বিশ্বকাপের প্রতিটি ম্যাচই দেখেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি খেলেননি। পাকিস্তান হেরে যায় ১০ উইকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পাকিস্তান জেতে আমির সোহেলের সেঞ্চুরিতে। ভারতের বিপক্ষে ম্যাচে ইমরান শূন্য রানে ফেরেন। বৃষ্টিতে পণ্ড হওয়া ওই ম্যাচটি, যেটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান, সেটিতেও ইমরান খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ করেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও ইমরান আউট হয়েছিলেন রানের খাতা না খুলেই। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইমরানের ব্যাটিং তো পাকিস্তানকে প্রায় হারিয়েই দিয়েছিল। ৯৩ বলে ৪৪ রান করেছিলেন তিনি। পাকিস্তান পিছিয়ে পড়েছিল রানরেটে। শেষে ইনজামাম-উল-হকের ৩৭ বলে ৬০ রানেই না পাকিস্তান ম্যাচটা জেতে। ফাইনালে তিনি ৭০ রান করলেও ওয়াসিম আকরামের বোলিংই পাকিস্তানকে জিতিয়েছে। অ্যালান ল্যাম্ব আর ক্রিস লুইসকে পরপর দুই বলে ফিরিয়েই ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন ওয়াসিম।’

ভক্ত খেদ প্রকাশ করে বলেন, কেবল অধিনায়ক ছিলেন বলেই ইমরানকে কৃতিত্ব দিতে হবে! গোটা বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। তাঁর অবদান নেই, এটা বলাই যায়। ওয়াসিম আকরাম আর ইনজামাম-উল-হকই পাকিস্তানকে সেবার বিশ্বকাপ জিততে বড় অবদান রেখেছিলেন।’