গায়ে স্কুল শার্ট, স্বপ্নে ব্রাজিল, যাচ্ছে ইংল্যান্ড

ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যাবে আল আমিন। ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যাবে আল আমিন। ছবি: সংগৃহীত
>ম্যানচেস্টার সিটিতে অনুশীলনের সুযোগ পাওয়া ভাগ্যবান ছয়জনের একজন নীলফামারী জেলার ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আল আমিন।

টানা দ্বিতীয়বারের মতো ইউনিলিভারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ক্লিয়ার মেন অনূর্ধ্ব-১৭ স্কুল ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের সেরা ছয়জন খেলোয়াড়কে আগামী মাসে ম্যানচেস্টার সিটিতে স্বল্প সময়ের জন্য অনুশীলন করার সুযোগ এনে দিয়েছে প্রতিষ্ঠানটি। সেই ভাগ্যবান ছয়জনের একজন নীলফামারী জেলার ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আল আমিন।

কিশোর এই ডিফেন্ডার স্বপ্ন দেখেন ব্রাজিলে যাওয়ার। সে স্বপ্ন পূরণ হবে কিনা, তা ভবিষ্যতের হাতেই তোলা থাক। তবে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নের দেশে যাওয়ার আগেই এসে গেল ইংল্যান্ডে যাওয়ার সুযোগ। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৫ সাফ জয়ী দলের সদস্য খেলেছেন থাইল্যান্ডে অনুষ্ঠিত উয়েফার চার জাতি অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টেও।

আগামী মাসে ইংলিশ ক্লাবের উদ্দেশে উড়াল দেবে এই কিশোর। সেই রোমাঞ্চ আছে তবে স্বপ্নপূরণ হওয়ার অপেক্ষায় আছে আল আমিন, ‘আমি ব্রাজিলের সমর্থক। অনেক দিনের স্বপ্ন ব্রাজিলে যাব। কিন্তু এবার ইংল্যান্ডে যাচ্ছি। সেখানে যাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তবে ব্রাজিলে যেতে পারলে আরও ভালো লাগত।’

ফুটবলের টানে ভর্তি হয়েছেন যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে। এই একাডেমিতেই দেখছে নিজের ভবিষ্যৎ। ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেজের ভক্ত সে, ভালো লাগে জাতীয় দলের বিশ্বনাথ ঘোষকেও, ‘আমি তো আলভেজের ভক্ত। তাঁর মতো ওভারল্যাপিং করে ক্রস করার চেষ্টা করি। দেশের মধ্যে বিশ্বনাথ ঘোষকেও ভালো লাগে। তাঁর ওভারল্যাপিংও ভালো।’

আলামিনকে বড় সার্টিফিকেট দিয়েছেন ক্লিয়ার মেনের কোচ সমন্বয়কারী আবদুর রাজ্জাক, ‘আল আমিনের ওভারল্যাপিং খুব ভালো। আমরা যখন খেলতাম দেখেছি টুটুল ভাইকে (দেওয়ান শফিউল আরেফিন) দেখতাম খুব ভালো ওভারল্যাপ করে ভালো ক্রস করতেন। ওর মধ্যে এই গুনটা দেখি। ওভারল্যাপ করে আবার সময় মতো জায়গাতেও ফিরতে পারে।’