কোহলি খেলবেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ম্যাচে?

ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ছবি: এএফপি
ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ছবি: এএফপি
>ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এশিয়া একাদশে খেলবেন বিরাট কোহলিসহ চার ভারতীয় ক্রিকেটার। বিসিবির এখনই এই ব্যাপারে মুখ খুলতে রাজি নয়

মার্চেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। দুই দলে কোন কোন ক্রিকেটার খেলবেন, সেটি নিয়েই এখন যত জল্পনা-কল্পনা।

আজ যেমন ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে লেখা হয়েছে, এশিয়া একাদশের হয়ে খেলতে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ শামিকে ছাড়তে রাজি বিসিসিআই। বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, ‘সৌরভ গাঙ্গুলি বিসিবিকে এই চার ক্রিকেটারের নাম পাঠিয়েছেন। দল গড়ার জন্য বিসিবির এই তালিকাটা দরকার ছিল।’

বিসিবি অবশ্য এই ব্যাপারে এখনই কিছু বলতে রাজি নয়। এ ব্যাপারে বিসিবির অবস্থান, যত দেরি করে নাম প্রকাশ করা যায়, ততই ভালো। ভারতীয় সংবাদমাধ্যমে এ দুটি ম্যাচের তারিখ বলা হয়েছে ১৮ ও ২১ মার্চ। তবে এখন পর্যন্ত যে ইঙ্গিত, তাতে ম্যাচ দুটির সম্ভাব্য তারিখ ২১ ও ২২ মার্চ।

প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নাম প্রকাশ করতে পারব না। বিসিসিআই যদি বলে থাকে, তাহলে তাদের দায়িত্বে বলেছে। আমাদের একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমি বলতে পারছি না। আরও সময় লাগবে। কারণ, ক্রিকেটারদের থাকা না–থাকা অনেক কিছুর ওপর নির্ভর করে, চোটের ব্যাপার আছে। দেখা গেল একজন নিশ্চিত হয়েছে কিন্তু পরে আবার বাদও হয়ে যাচ্ছে। এ জন্যই আমরা চাচ্ছি একদম ম্যাচ শুরুর কাছাকাছি সময়ে গিয়ে জানাতে।’