'আমরাও গোল করতে পারি' - বার্সাকে সাবেক স্ট্রাইকারদের বার্তা

কার্লেস পেরেজ, আবেল রুইজ-পরশু রাতে মিলে গেছেন একই বিন্দুতে। ছবি: এএস রোমা ও স্পোর্টিং ব্রাগার টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া
কার্লেস পেরেজ, আবেল রুইজ-পরশু রাতে মিলে গেছেন একই বিন্দুতে। ছবি: এএস রোমা ও স্পোর্টিং ব্রাগার টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া
>

দলে নতুন স্ট্রাইকার আনার জন্য গত মাসেই কার্লেস পেরেজ আর আবেল রুইজকে বিক্রি করে দিয়েছে বার্সেলোনা। তাঁদের জায়গায় আনা হয়েছে মার্টিন ব্রাথওয়াইটকে। যেদিন আনা হয়েছে, কাকতালীয়ভাবে সেদিনই বার্সার সাবেক দুই স্ট্রাইকার নিজেদের নতুন ক্লাবের হয়ে গোল করেছেন ইউরোপা লিগে

নিজেদের লা মাসিয়ার ওপর কি বার্সেলোনার ভরসা উঠে গেল?

গত কয়েক বছরে বার্সেলোনার হাবভাব দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে। অথচ নিজেদের সবচেয়ে সাফল্যবিধৌত সময়গুলো কিন্তু এই লা মাসিয়ার কল্যাণেই পেয়েছে বার্সেলোনা। এক কালে যে একাডেমি থেকে লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, সেস্ক ফ্যাব্রিগাস, জেরার্ড পিকে, কার্লেস পুয়োল, ভিক্টর ভালদেস, আন্দ্রেস ইনিয়েস্তা, পেদ্রোদের তুলে এনে বিশ্ব জয় করেছিল বার্সেলোনা, এখন নিজেদের মূল দলে সে লা মাসিয়ার নতুন কোনো খেলোয়াড় হ্যারিকেন দিয়েও খুঁজে পাওয়া দুষ্কর।

মূল দলে এনে খেলানোর চাইতে লা মাসিয়ার রত্নগুলোকে বেশি দামে বিক্রি করে দিতেই এখন বেশি আগ্রহী স্প্যানিশ চ্যাম্পিয়নরা। হিসাব করে দেখুন, গত কয়েক বছরে লা মাসিয়ায় আলো ছড়ানো অধিকাংশ খেলোয়াড়ই মূল দলে নিজেদের জায়গা পাকা করতে পারেনি। থিয়াগো আলকানতারা থেকে শুরু করে সার্জি স্যাম্পার, জাভি সিমন্স, আদামা ট্রায়োরে, অ্যালেক্স গ্রিমালদো, জেরার্ড দেউলোফেউ—সবাইকেই একই ভাগ্য বরণ করতে হয়েছে। এই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে কার্লেস পেরেজ ও আবেল রুইজের নাম।

কে এই দুজন? খোলাসা করে বলা যাক। দুজনই লা মাসিয়ার ছাত্র ছিলেন। বার্সেলোনার বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে মূল দলে মেসিদের সতীর্থ হবেন, দুজনেরই স্বপ্ন ছিল। কিন্তু সে স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে দুজনের। গত কয়েক বছরের ‘রীতি’ বজায় রেখে এই দুজনের ওপরেও ভরসা রাখেনি বার্সেলোনা। দুজনকেই বিক্রি করে দিয়েছে। মাত্র ১১ মিলিয়ন ইউরোর বিনিময়ে কার্লেস পেরেজ যোগ দিয়েছেন ইতালির ক্লাব এএস রোমায়। রুইজ গেছেন পর্তুগালের স্পোর্টিং ব্রাগায়, আরও কম দামে, মাত্র আট মিলিয়ন ইউরোতে। এদের বিক্রি করে দিয়ে নতুন স্ট্রাইকার হিসেবে ২৮ বছর বয়সী মার্টিন ব্রাথওয়েটকে লেগানেস থেকে দলে এনেছে বার্সেলোনা। তাও অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক সমালোচনার জন্ম দিয়ে, দলবদলের সময়সীমা অতিক্রম করার পর।

কাকতালীয় ব্যাপারটা হলো, যেদিন ব্রাথওয়েট পরিচয় করিয়ে দেওয়ার জন্য বার্সেলোনা সংবাদ সম্মেলন করছিল, সেদিনই ইউরোপা লিগে নিজ নিজ দলের হয়ে মাঠে নেমেছিলেন পেরেজ ও রুইজ। গোল পেয়েছেন দুজনই। পেরেজের একমাত্র গোলে গেন্ককে ১-০ গোলে হারিয়েছে রোমা। ওদিকে রেঞ্জার্সের কাছে নিজের নতুন ক্লাব ৩-২ গোলে হারলেও গোল পেয়েছেন আবেল রুইজ। দুজনই যেন অনুচ্চারে জানিয়ে দিয়েছেন বার্সাকে, ‘আমরাও গোল করতে পারি, আমাদের ওপরে ভরসা রাখলেই পারতে!’