ব্যাট উল্টো ধরে রান নিলেন মঈন খানের ছেলে

আজম খানের সে রান নেওয়ার মুহূর্ত। ছবি: টুইটার
আজম খানের সে রান নেওয়ার মুহূর্ত। ছবি: টুইটার

আজম খানকে নিয়ে পাকিস্তানি দর্শকদের রসিকতা আজকের নয়। একে তো বিশাল বপু, তারওপর বিখ্যাত পিতার পুত্র—তাঁকে নিয়ে তাই আলোচনা চলে সব সময়। সাবেক পাকিস্তান উইকেটকিপার মঈন খানের পুত্র আজম এবার পিএসএলে খেলছেন কোয়েটা গ্ল্যাডিয়র্সের হয়ে। গতকাল দলকে জেতানো এক ইনিংস খেলেছেন আজম। দর্শকেরা তবু তাঁর ব্যাটিং নয়, মেতেছেন তাঁর এক ভুল নিয়ে। গতকাল রানআউট হতে বাঁচার জন্য উল্টো ধরা ব্যাট নিয়ে ছুটেছিলেন আজম।

এবারের পিএসএলে দারুণ খেলছেন আজম। প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩৩ বলে ৫৯ রান করে ম্যাচ জিতিয়েছিলেন। মাঝে একটা ইনিংসে ৫ রানে আউট হয়েছেন বটে। তবে গতকাল যখন করাচি কিংসের বিপক্ষে নেমেছিলেন আজম, জিততে ৭১ বলে কোয়েটার দরকার ছিল ১০২ রান। ওই অবস্থায় অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে ৫৪ বলে ৮৫ রানের একটা জুটি গড়েছেন। ম্যাচ শেষ করে আসতে পারেননি, কিন্তু ৩০ বলে ৪৬ রান এনে দিয়েছেন দলকে। পরে আউট হয়েছেন রান নিতে গিয়েই। তবে ২২ বছরের আজমকে নিয়ে হাসাহাসি হচ্ছে তাঁর আরেকটি রান আউট হওয়ার সম্ভাবনা নিয়ে।

পিএসএলে ভালো ফর্মে আছেন আজম খান। ছবি: কোয়েটা গ্ল্যাডিয়েটরস টুইটার
পিএসএলে ভালো ফর্মে আছেন আজম খান। ছবি: কোয়েটা গ্ল্যাডিয়েটরস টুইটার

ম্যাচের গুরুত্বপূর্ণ এক মুহূর্তে রান নিতে গিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তে ছুটছিলেন আজম। শুধু দৌড়ে হবে না দেখে শেষ মুহূর্তে ব্যাট নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ব্যাট যে ধরা ছিল উল্টো। ফলে ব্যাটের মূল প্রান্ত হাতে ধরে হ্যান্ডেল নিচের দিকে দিয়ে দাগ অতিক্রম করেছেন আজম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসি শুরু হয়ে গেছে তখন। পাকিস্তানি সমর্থকেরা টুইটে মজা করেছেন তাঁকে নিয়ে। এক রসিক সমর্থক বলেছেন, ‘যদি ব্যাট উল্টো ধরো, তা হলে রান আউট হবে না—কিংবদন্তি আজম খানের বুদ্ধি!’ আরেকজন লিখেছেন, ‘আজম খান ক্রিকেটকেই বদলে দিচ্ছেন।’ আরেক সমর্থক খুব প্রচলিত এক বাক্য ব্যবহার করেছেন, ‘আধুনিক সমস্যার আধুনিক সমাধান।’ আরেকজনের উক্তি, ‘এই ছেলে অন্য পর্যায়ের।’