মেসি সেরা হতে পারেন, কিন্তু ম্যারাডোনা 'দেবতা': ইনসিনিয়ে

নাপোলির সঙ্গেই লড়বেন মেসিরা। ছবি: এএফপি
নাপোলির সঙ্গেই লড়বেন মেসিরা। ছবি: এএফপি
>চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে নাপোলির সঙ্গে লড়তে ইতালি গেছে বার্সেলোনা। ডিয়েগো ম্যারাডোনার সাবেক এই ক্লাবের বর্তমান খেলোয়াড় লরেঞ্জো ইনসিনিয়ে ম্যারাডোনা ও মেসি - এই দুই কিংবদন্তির মধ্যে তুলনা টানতে চাচ্ছেন না একটা বিশেষ কারণে

ইতিহাসে নাপোলি লিগ জিতেছেই দুবার। দুবারই জিতেছে ডিয়েগো ম্যারাডোনা নামের পরশপাথরের স্পর্শ পেয়ে। ফলে ইতালির ফুটবল পাগল এই শহরে ম্যারাডোনার মর্যাদা কোন পর্যায়ের, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু লিওনেল মেসি? ক্লাব পর্যায়ে অর্জনের দিক দিয়ে ম্যারাডোনার চেয়ে যোজন যোজন এগিয়ে। তাই বলে এখন নাপোলির লোকজন কী ম্যারাডোনার চেয়ে মেসিকে সেরা ভাববেন? দলটার উইঙ্গার লরেঞ্জো ইনসিনিয়ার কথা শুনে অন্তত সেটা মনে হচ্ছে না।

ম্যারাডোনা আসার আগে নাপোলি মোটামুটি অতি সাধারণ মানের একটা ক্লাব ছিল। ম্যারাডোনা এসেই বদলে দেন ক্লাবকে। আর ম্যারাডোনা এসেছিলেন ঘুরেফিরে সেই বার্সেলোনা থেকেই। ফুটবলপাগল শহরে ম্যারাডোনা যে প্রভাব বিস্তার করেছিলেন, তা ছোটবেলা থেকে নিজ চোখে দেখে বড় হয়েছেন নাপোলির ঘরের ছেলে ইনসিনিয়া। নাপোলিতে জন্ম নেওয়া এই তারকা গত পনেরো বছর ধরে এই ক্লাবেই খেলে যাচ্ছেন। ফলে তাঁর মনের গহিনের সিংহাসনেও অবস্থান ম্যারাডোনার। তাই ক্লাবের সবচেয়ে বড় কিংবদন্তির সঙ্গে তুলনায় যেতে রাজি হননি তিনি, ‘বর্তমানে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। তবে আমি ওর সঙ্গে ম্যারাডোনার তুলনা করতে পারব না। আমরা যারা নেপলসে থাকি, তাঁদের কাছে ম্যারাডোনা পবিত্র।’

বার্সেলোনাকে হারাতে নাপোলি কেমন প্রস্তুতি নিচ্ছে? তেমন খোলামেলা উত্তর না দিলেও ইনসিনিয়ার কণ্ঠে শোনা গেছে বার্সাকে হারানোর প্রত্যয়, ‘বার্সেলোনাকে হারাতে হলে আমাদের নিখুঁত খেলা খেলতে হবে। ম্যাচটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। রক্ষণ থেকে আক্রমণ, সব দিকেই দুর্দান্ত থাকতে হবে আমাদের। আমরা গোল করার চেষ্টা করব। একই সঙ্গে চেষ্টা করব গোল না খাওয়ার।’

নাপোলির নিজের মাঠেই হচ্ছে খেলা। নিজের মাঠে খেলার সুবিধা পুরোদমে নিতে চান ইতালির এই উইঙ্গার, ‘এই ম্যাচের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আমাদের দর্শক। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আমাদের মাঠে দর্শকেরা যেমন পরিস্থিতির সৃষ্টি করেন, আমি নিজেই এখনো সেটায় ধাতস্থ হতে পারিনি। আশা করি এই ম্যাচেও আমাদের দর্শকেরা সাহায্য করবেন আমাদের।’