ছেলেদের আউট করে আনন্দ পান ইনিংসে ১০ উইকেট নেওয়া এই মেয়ে

বল হাতে কাশভি গৌতম। ছবি: ক্রিকবাজ টুইটার পেজ
বল হাতে কাশভি গৌতম। ছবি: ক্রিকবাজ টুইটার পেজ
>

ভারতে মেয়েদের ঘরোয়া ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন কাশভি গৌতম

একাডেমিতে সতীর্থ নারী ক্রিকেটারদের বল করতে তাঁর ভালো লাগে না। ছেলে ক্রিকেটারদের আউট করে বিমল আনন্দ পান চণ্ডীগড়ের ১৬ বছর বয়সী মিডিয়াম পেসার কাশভি গৌতম। ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে কাল অরুণাচল প্রদেশের বিপক্ষে দারুণ এক কীর্তি গড়লেন কাশভি। এক ইনিংসে একাই নিয়েছেন ১০ উইকেট। অন্ধ্র প্রদেশের এ বোলার ঠিক আগের ম্যাচেই জম্মু-কাশ্মীরের বিপক্ষে নিয়েছিলেন ৭ উইকেট।

প্রায় ২১ বছর আগে ভারতের হয়ে এক ইনিংসে প্রথম ১০ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। সেটি পাকিস্তানের বিপক্ষে টেস্টে। ঘরোয়া ক্রিকেটে কুম্বলের এ নজিরই কাল ফিরিয়ে এনেছেন কাশভি। ভারতীয় নারী দলের পেসার ঝুলন গোস্বামিকে আদর্শ মানা কাশভির নেওয়া ১০ উইকেটের সবগুলো হয় বোল্ড নয় তো এলবিডব্লিউ। এর মধ্যে আছে হ্যাটট্রিকও! প্রতিপক্ষকে মাত্র ২৫ রানে অলআউট করে দলকে ১৬১ রানের জয় এনে দেন কাশভি।

এবার মৌসুমে ১০০ উইকেট নেওয়ার স্বপ্ন দেখা কাশভি ছেলেদের সঙ্গে খেলা নিয়ে বলেন, ‘ছেলেদের উইকেট নিতে পারলে চিরতরে ওদের মুখ বন্ধ করে দেওয়া যায়। তখন ওরা আর উৎপীড়ন করে না কিংবা বলবে না এ খেলাটা মেয়েদের জন্য নয়। অনুশীলন ম্যাচে ওদের বোকা বানাতে খুব ভালো লাগে।’

পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা ক্রিকেটার সঞ্জয় ঢুল কাশভিকে আবিষ্কার করেন রাস্তায় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলার সময়। এ মৌসুমে এখন পর্যন্ত ৬৩ উইকেট নেওয়া কাশভিকে নিয়ে বেশ বড় আশাই করছেন গত চার বছর ধরে তাঁর কোচ নাগেশ কুমার, ‘সঞ্জয় ফোন করে ওর ব্যাপারে বলেছিল। ও জন্মগত প্রতিভা। খুব ভালো ইনসুইং পায় বলেই যে ৬৩ উইকেট পেয়েছে এর মধ্যে ৪৯টি হয় বোল্ড নয় তো এলবডব্লিউ। আর হ্যাঁ, সে ছেলেদের আউট করতে পছন্দ করে।’