রাতের আঁধারে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সৌম্য

>

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিশিয়াল পেজে এক ভিডিওতে নিজেদের প্রেমের কথা জানিয়েছেন সৌম্য সরকার ও পূজা

তুমি পাটভাঙা শাড়ি পরে লিপস্টিকে ঠোঁট ছোঁয়ালেই আকাশ বৃষ্টিতে ভেঙে পড়ে। তোমার চিঠির খাম খুললেই সূর্য ডুবে যায়। সত্যি, প্রেম এমনই সব অনুভূতির আকর। সৌম্য সরকারের আজ নিজ প্রেমকে পরিণতি দেওয়ার দিন। সাত পাকে বাঁধা পড়ার লগ্ন, বিয়ের বাঁধনে বাঁধা পড়ে আজ থেকে সৌম্য শুরু করবেন জীবনের নতুন ‘ইনিংস’।

তা সৌম্যর এই ইনিংসের শুরু কেমন ছিল? হবু কনে প্রিয়ন্তি দেবনাথ পূজাকে নিয়ে সে কথাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান। কাল বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে একটি ভিডিও ছেড়েছেন সৌম্য। সেখানেই সৌম্য-পূজা জানিয়েছেন নিজেদের প্রেমের ‘না–জানা গল্প’। তা শুনে অনেকে মজা করে বলতে পারেন, সৌম্য তাহলে পূজাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ভোররাতে!

ঘটনা খুলে বলা যাক। সৌম্য কখন প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, সে কথা ভিডিওতে জানিয়েছেন তাঁরই হবু কনে পূজা, ‘সে আমাকে প্রস্তাব দিয়েছিল বোনের সংবর্ধনায়। একদম ভোরবেলায়, ৪টা ১৪–তে।’ পাশে বসে লাজে ফেটে পড়া সৌম্য হাসিমুখে ভুলটা ধরিয়ে দেন, ‘ষোলো (৪টা ১৬)।’ পূজার জিজ্ঞাসু চোখে বিস্ময়, ‘তুমি তাহলে মনে রেখেছ!’ এরপর কৌতুকের সুরে বললেন, ‘আমি আসলে তোমাকে পরীক্ষা করছিলাম।’ বোঝা গেল, খুনসুটি ভালোই জমে দুজনের।

সৌম্য সরকার এবং তাঁর হবু কনে পূজা। ছবি: সৌম্য সরকারের ফেসবুক পেজ
সৌম্য সরকার এবং তাঁর হবু কনে পূজা। ছবি: সৌম্য সরকারের ফেসবুক পেজ

ক্রিকেট নিয়ে শুরুতে খুব কম ধারণা ছিল পূজার। সৌম্যর সঙ্গে খেলা নিয়ে কথাও তেমন হতো না। মাঠে ভালো খেলতে পারলে কিংবা কিছু অর্জন করতে পারলেই কেবল পূজাকে জানিয়েছেন সৌম্য। তথ্যপ্রযুক্তির এই যুগে চিঠির প্রয়োজন ফুরোলেও সৌম্য-পূজার কাছে কিন্তু তা নয়। ‘মাঠে ভালো কিছু অর্জন করে এলে সে আমাকে বলে। চিঠি লেখার ব্যাপারটাও তখন থেকেই শুরু’—বলেন পূজা। ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকে তখন বাজছে শাহানা বাজপেয়ির ‘একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়ে তে...।’

সৌম্যকে নিয়ে পূজা বলেন, ‘এমনিতে সে মিষ্টি ছেলে। আমাদের ঝগড়া বেশিক্ষণ টেকে না। ঝগড়া হয়, ঠিক হয়ে যায়।’ পাশাপাশি বসে খুনসুটির মেজাজে থাকা সৌম্য মজা করে বলেন, ‘সে যখনই আসে আশা করে আমি তাকে বলব, খুব সুন্দর লাগছে। অনেক ভালো লাগছে। আমি বলি না তাকে এবং সে এ জিনিসটা নিয়ে সারাক্ষণ আমার সঙ্গে কথা বলতেই থাকে।’ পাশ থেকে সাক্ষ্য দেওয়ার সুরে পূজা বলে ওঠেন, ‘কখনোই বলে না, কখনোই বলে না।’

সৌম্য তাঁকে লিপস্টিক ও চকলেট কিনে দেন বলেও জানান পূজা। তাঁর যে লিপস্টিক খুব পছন্দ, এটা জানিয়ে পূজা হাসতে হাসতেই বলেন, সামনাসামনি দেখায় সৌম্য আলাদা মানুষ। সে হ্যান্ডসাম এবং লম্বা। পূজার ভাষায়, ‘সে লম্বা, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’