রামোসের মুখে মেসি-স্তুতি

আগামীকাল এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছেন রিয়ালের রামোস ও বার্সেলোনার মেসি। ফাইল ছবি
আগামীকাল এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছেন রিয়ালের রামোস ও বার্সেলোনার মেসি। ফাইল ছবি
>

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা আছে রিয়াল অধিনায়ক রামোসের

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা এমনিতেই চিরপ্রতিদ্বন্দ্বী। এই দুই দলের ম্যাচ মানেই যেন একটা যুদ্ধ যুদ্ধ ভাব। কাতালুনিয়ার স্বাধীনতার আন্দোলন রিয়াল-বার্সার দ্বৈরথে এখন বাড়তি উত্তেজনা যোগ করে। আগামীকাল এমন একটি লড়াইয়ের আগে বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসির প্রতি শ্রদ্ধাবোধ ঝড়ে পড়েছে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের কথায়।

রিয়াল মাদ্রিদ আগামীকাল বার্সেলোনাকে আতিথ্য দেবে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। যে ম্যাচটি গড়ে দিতে পারে রিয়াল-বার্সার শিরোপা-ভাগ্য। এই মুহূর্তে ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৫৩। বার্সাকে হারিয়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার ম্যাচের আগে প্রতিপক্ষের সেরা তারকাকে নিয়ে রামোস বলেছেন, ‘তার প্রতি আমার অনেক শ্রদ্ধা। সে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।’ প্রশংসা করলেও এবারের ক্লাসিকোতে মেসির বাজে দিন প্রত্যাশা করছেন রামোস, ‘আশা করছি রোববার দিনটা তার হবে না। আর সেটা যদি হয় তাহলে আমাদের কাজটা সহজ হবে।’

বার্নাব্যুতে আগামীকাল রিয়ালের ক্লাসিকো জয়ের রামোসের সূত্রেও আছে মেসিকে আটকে রাখার বিষয়। মেসিকে তাঁর স্বাভাবিক খেলাটা খেলতে না দিলে রিয়ালের জয় পাওয়াটা সহজ হয়ে যাবে বলে মনে করেন স্প্যানিশ ডিফেন্ডার। আর কীভাবে বার্সাকে সমস্যায় ফেলতে পারে রিয়াল? রামোসের উত্তর, ‘আমরা তাদের বিপক্ষে অনেক খেলেছি। তাই আমরা জানি কীভাবে তাদের সমস্যায় ফেলতে হয়। বার্সেলোনা এমন একটি দল যারা বলের দখল রাখতে চায়। এটা যদি ওদের করতে না দেওয়া হয় তখন অস্বস্তিতে পড়ে যায়। এটা শুধু মাদ্রিদ নয়, সব দলই জানে।’

তবে বার্সেলোনাকে বেশি চাপে রাখতে যাওয়াটা আবার ‘বরেশাপ’ হয়ে যেতে পারে বলেও সতীর্থদের সতর্ক করে দিয়েছেন রামোস, ‘ওদের বেশি চাপে রাখতে যাওয়াটা ঝুঁকির। ওদের দলে বিপজ্জনক অনেক খেলোয়াড় আছে, যারা এল ক্লাসিকোর ভাগ্য গড়ে দিতে পারে। তবে আমি আশা করব এই ম্যাচে এমন কিছু হবে না। আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো প্রথম মিনিট থেকে মনোযোগ ধরে রাখা।’