শেষ শটটি ঠেকিয়েই উল্লাসে ভাসল খুলনার মেয়েরা

বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন খুলনা দল। ছবি: প্রথম আলো
বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন খুলনা দল। ছবি: প্রথম আলো
বঙ্গমাতা ফুটবল ফাইনালে ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন খুলনা বিভাগ


টাইব্রেকারের শেষ শটটি ঠেকিয়ে দিতেই উল্লাসে মেতে উঠলেন খুলনার গোলকিপার স্বর্ণা রানি মণ্ডল। মাঠের পাশ থেকে আনন্দে ছুটে এলেন অন্য মেয়েরা। কে জানত, বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলের ফাইনালটা এত রোমাঞ্চের পসরা সাজিয়ে রেখেছিল! নির্ধারিত সময়ে ঢাকা ও খুলনা বিভাগের ম্যাচটি ছিল ২-২–এ সমতায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ঢাকাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা।


বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ঢাকা। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে রওশন জাহানের গোলে এগিয়ে যায় ঢাকা। কিন্তু ১৭ মিনিটে খুলনা সমতায় ফেরে আনিকা তানজুমের গোলে। উন্নতির কর্নার থেকে দারুণ একটা হেডে গোল করেন আনিকা। ৪৫ মিনিটে উন্নতির পেনাল্টি থেকে আবারও এগিয়ে যায় খুলনা। তবে খুলনা গোল খেয়েছে ডিফেন্ডারদের ভুলে।

৫৫ মিনিটে সাদিয়ার গোলে আবার সমতায় ফেরে ঢাকা। এরপর টাইব্রেকারের রোমাঞ্চ। খুলনার গোল করেছেন আনিকা খাতুন, আনিকা তানজুম, উন্নতি খাতুন ও বন্যা খাতুন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।