মাশরাফির পাশেই আছেন নাজমুল

গতকাল সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা। ছবি: প্রথম আলো
গতকাল সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা। ছবি: প্রথম আলো
মাশরাফির পাশে এসে দাঁড়ালেন বিসিবি প্রধান নাজমুল হাসান


জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘুরেফিরেই আসছে মাশরাফি বিন মুর্তজার অবসর-প্রসঙ্গ। কাল সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলনে তো এক প্রশ্নে চটেই গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সে প্রসঙ্গ ধরেই আজ বিসিবি সভাপতি নাজমুল হাসানের সংবাদ সম্মেলনে আরও একবার হলো মাশরাফির অবসরের আলোচনা। বিসিবি সভাপতি অবশ্য মনে করেন, এই প্রসঙ্গে আলোচনা যত কম হবে, ততই ভালো।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশেই নির্মীয়মাণ আউটার স্টেডিয়াম পরিদর্শন করতে এসেছিলেন নাজমুল হাসান। মাঠ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে দর্শক, সমর্থক ও সাংবাদিকদের এই সময়টায় মাশরাফির পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি, ‘ওর সংবাদ সম্মেলনটা দেখে মনে হয়েছে আপনারা ওকে একটু বেশিই খোঁচাচ্ছিলেন। এমন একটা সময় যখন আপনাদের ওর পাশে থাকা উচিত, সেই জায়গায় মনে হচ্ছে আপনারা ওকে কষ্ট বেশি দিয়ে দিচ্ছেন। এসব নিয়ে আমাদের আলাপ করা উচিতই না। ও বলে দিয়েছে ও কী চায়।’


জিম্বাবুয়ে সিরিজের পর অধিনায়ক কে হবেন, এই প্রসঙ্গেও ধোঁয়াশার কিছু দেখছেন না নাজমুল, ‘অধিনায়ক কে হবে, বোর্ড চূড়ান্ত করবে। যখন যাকে মনে হয় তাকে নির্বাচন করবে। ও কখন অবসর নেবে, সেটা ও ঠিক করবে। তাঁকে সিদ্ধান্ত নিতে দিন। আমার মনে হয় এখানেই শেষ করা উচিত।’

গতকালের সংবাদ সম্মেলনে পাকিস্তানের মাটিতে একমাত্র ওয়ানডে খেলতেও যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মাশরাফি। বোর্ড প্রধানও খুশি। তিনি জানান, মাশরাফির পক্ষ থেকে এমন উত্তরই প্রত্যাশিত ছিল।