লিটন আর আগের মতো নেই

‘পরিণত’ লিটন আজ খেললেন ক্যারিয়ার-সেরা ইনিংস। ছবি: শামসুল হক
‘পরিণত’ লিটন আজ খেললেন ক্যারিয়ার-সেরা ইনিংস। ছবি: শামসুল হক

কথা কম বলেন। সংবাদ সম্মেলন প্রশ্নের উত্তর সারেন এক-দুই বাক্যে—একটা সময় লিটন দাস সম্পর্কে এই ছিল সংবাদমাধ্যমের ধারণা। সেই লিটন এখন মন খুলে কথা বলেন। নিজের পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণ করেন সবিস্তারে। লিটন নিজেও দাবি করলেন, তিনি আর আগের মতো নেই; অনেকখানি বদলে গেছেন।

পরিবর্তনটা শুধু মুখে নয়, হয়েছে আসলে তাঁর ব্যাটিং আর মনে। গত বিপিএলে লিটন বলেছিলেন, দাম্পত্য জীবন তাঁকে অনেক বদলে দিয়েছে। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১২৬ রান করে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে নিজের পরিবর্তনটা নিয়ে আরেকটু ব্যাখ্যা দিলেন লিটন, ‘কথা সবার সঙ্গেই বলতাম। হয়তো যারা বন্ধু, তারা ভালো বুঝত আমাকে। অপরিচিত লোকজনের সঙ্গে কথা কম বলি। যেটুকু প্রয়োজন, ততটাই বলি। যে পরিবর্তনের কথা বললেন, বিপিএলের সময়ও বলেছি যেটা মাথায় কাজ করে, পরিণতবোধ...। ক্রিকেট দেখলে অনেক সময় বোঝা যায়। আপনারাও বুঝবেন, দুই বছর আগে যে লিটন ছিল, সেই লিটন এখন আর নেই। আউট হব, রান করব, এসব ক্রিকেটের স্বাভাবিক বিষয়। কিন্তু খেলার যে ধরন, সেটায় মনে হয় পরিবর্তন হয়েছে, যেটা বুঝতে পারছি।’

বিশ্বকাপে আফগানিস্তানের ম্যাচের পর প্রায় আট মাস বিরতিতে আবার ওপেনিংয়ে নেমেছেন লিটন। আত্মবিশ্বাসী এক ইনিংস খেললেও লিটন বলছেন, আজ ভীষণ স্নায়ুচাপে ভুগেছেন, ‘অনেকে হয়তো বোঝেননি, অনেক নার্ভাস ছিলাম আজ। কাল রাত থেকেই অনেক নার্ভাস ছিলাম। অনেক দিন ওয়ানডে খেলি না। (গত জুলাইয়ে) শ্রীলঙ্কায় খেলিনি। জানতাম আজ ওপেন করব। মাথায় অনেক চাপ ছিল। ওই স্নায়ুচাপটা মনে হয়, ইতিবাচক হিসেবে কাজ করেছে মাঠে। যেহেতু স্নায়ুচাপ কাজ করছে, ভেবেছি আমাকে আরও মনোযোগ নিয়ে খেলতে হবে। সব শট খেলা যাবে না। যদিও পারি সব শট, তবে খেলা যাবে না। ভয়ের কারণে উইকেটে যতক্ষণ ছিলাম, মনোযোগ খুব ভালো ছিল।’

স্নায়ুচাপে থাকলেই যখন ভালো হয়, তবে প্রতি ম্যাচেই তো এটা থাকা ভালো! লিটন অবশ্য তা মনে করেন না। যেহেতু ওপেন করে ফেলেছেন সামনের ম্যাচে তাঁর ধারণা, এই চাপ আর থাকবে না। তবে আজ মাংসপেশিতে টান না পড়লে যেভাবে এগোচ্ছিলেন ডাবল সেঞ্চুরি অসম্ভব ছিল না। লিটন অবশ্য রসিকতার সুরে উড়িয়ে দিচ্ছেন বিষয়টা, ‘স্বপ্ন দেখা ভালো। ভাই, সেঞ্চুরি করতে পারছি না, ডাবল সেঞ্চুরি করব কীভাবে? বাস্তবতায় থাকা উচিত। অনেক সময় ৫০-৬০ রান করতে পারি না, ১০০ করতে পারি না, সে কীভাবে ডাবল সেঞ্চুরি করবে?’

তবে যে ইনিংসটা খেলেছেন, লিটনের তাতে অতৃপ্তি নেই। চ্যালেঞ্জ তাঁর একটাই, ছন্দটা সামনেও ধরে রাখা।