মুক্তিযোদ্ধাকে হারিয়ে শীর্ষে সাইফ

সাইফ স্পোর্টিংয়ের দুই গোলদাতা জাভেদ ও আরিফুল। ছবি: বাফুফে
সাইফ স্পোর্টিংয়ের দুই গোলদাতা জাভেদ ও আরিফুল। ছবি: বাফুফে

মুক্তিযোদ্ধার মাঠ থেকে জয় নিয়ে ফিরছে সাইফ স্পোর্টিং ক্লাব। আজ গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করা সাইফ। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে জামাল ভূঁইয়ারা আপাতত লিগ টেবিলের শীর্ষে। ৭ পয়েন্ট নিয়ে এরপরই আছে ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী। তবে ঢাকা আবাহনী ও বসুন্ধরা ৩ ম্যাচ খেললেও চট্টগ্রাম আবাহনী খেলেছে এক ম্যাচ বেশি। অন্যদিকে ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আছে পয়েন্ট তালিকার তলানিতে।

আজ দুই অর্ধ দুটি গোল করেছে সাইফ। মুক্তিযোদ্ধা চেষ্টা করেও পারেনি ম্যাচে ফিরে আসতে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে লিগ শুরু করা মুক্তিযোদ্ধা দ্বিতীয় ম্যাচে ড্র করে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে। তিন ম্যাচে ‍দুই হার ও এক ড্র। লাল-সাদারা চাপের মুখে আছে। কোচ আবদুল কাইয়ুম সেন্টু প্রথম আলোকে বলেন, ‘আগে দুটি ম্যাচে বাজে খেলেছিলাম আমরা। তবে আজকের হার মানতে পারছি না। ভালো খেলেও পয়েন্ট পেলাম না।’ ১৭ মিনিটে আখমেদভের ক্রসে ইয়াসিন আরাফাত হেড করেন। এরপর আরিফুর রহমানের হেড জালে। ৫৭ মিনিটে ২-০। বাঁ দিক থেকে জাভেদ আহমেদের শট জালে।