ভারতের ম্যাচ স্থগিত, বাংলাদেশেরটা হবে তো

২৬ মার্চ সিলেটে আফগানিস্তান আর ৩১ মার্চ কাতারের বিপক্ষে ম্যাচ বাংলাদেশ। করোনাভাইরাসের কারণে ভারতের ম্যাচ স্থগিত হয়েছে। বাংলাদেশের ম্যাচ নিয়েও আছে সংশয়। ফাইল ছবি
২৬ মার্চ সিলেটে আফগানিস্তান আর ৩১ মার্চ কাতারের বিপক্ষে ম্যাচ বাংলাদেশ। করোনাভাইরাসের কারণে ভারতের ম্যাচ স্থগিত হয়েছে। বাংলাদেশের ম্যাচ নিয়েও আছে সংশয়। ফাইল ছবি
>

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের ম্যাচ স্থগিত হয়েছে। বাংলাদেশের ম্যাচ হবে বলে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

করোনাভাইরাসের ঝুঁকিতে স্থগিত হয়েছে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ভারত ও কাতার ম্যাচ। মার্চের ২৬ তারিখ ওডিশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু করোনাভাইরাসের ঝুঁকি থাকায় ম্যাচটি স্থগিত করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। এখন পর্যন্ত নতুন কোনো সূচিও প্রকাশ করেনি তারা।

স্বাভাবিকভাবে প্রশ্নটি এসে যায় বাছাইপর্বে একই গ্রুপে বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচটি নির্দিষ্ট সূচি অনুযায়ী হবে তো? ২৬ মার্চ সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচটি ।

এখন পর্যন্ত বাংলাদেশ ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই বলে আজ সকালে প্রথম আলোকে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ , ‘আমরা এখন পর্যন্ত এএফসির কাছ থেকে করোনাভাইরাস–সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। তবে আমরা নিজেরাই যোগাযোগ করে জেনেছি, এএফসি কিছু গাইডলাইন পাঠাবে। কিছু বিষয় জানতে চাইবে। সবকিছু মিলিয়ে ম্যাচ না হওয়ার কোনো শঙ্কা এখন পর্যন্ত নেই।’

অবশ্য বৃহস্পতিবার করোনাভাইরাস নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে এএফসি। বিশ্বকাপ বাছাইপর্বসহ অন্যান্য আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নিয়ে আয়োজক দেশের সঙ্গে আলোচনা করতে চায় বলে জানিয়েছে তারা।

আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি তাজিকিস্তানের দুশানবেতে খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে জামাল ভূঁইয়ারা হেরেছিলেন ১-০ গোলে। এই ম্যাচসহ ৪টিই (৮ ম্যাচের মধ্যে) গত বছর খেলে ফেলেছে বাংলাদেশ। আফগানিস্তান, ভারত ও ওমানের সঙ্গে তিনটি অ্যাওয়ে আর এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে ঢাকায় হোম ম্যাচ। বাকি চার ম্যাচের তিনটি এ বছর দেশের মাটিতে খেলবে জেমি ডের দল। ২৬ মার্চ আফগানিস্তান ম্যাচের পর ৩১ মার্চ কাতারের বিপক্ষে দোহায় খেলার কথা বাংলাদেশের।