মাশরাফির ওপর এখনও আস্থা নাজমুলের

বোলার মাশরাফির ওপর এখনো আস্থা আছে বোর্ড সভাপতির। প্রথম আলো ফাইল ছবি
বোলার মাশরাফির ওপর এখনো আস্থা আছে বোর্ড সভাপতির। প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশের সেরা অধিনায়ককে আর টস করতে নামতে দেখা যাবে না। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই নিজের অধিনায়কত্বের ইতি টেনেছেন মাশরাফি বিন মুর্তজা। নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করা হয়েছে। তবে তামিমের নেতৃত্ব পাওয়ার দিনেও সাবেক অধিনায়ক মাশরাফিকে প্রশংসায় ভাসিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।

বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির অবদান কতটা সেটি জানাতে নাজমুল বলেছেন, ‘২০১৪-তে যখন তাকে অধিনায়ক করা হয়, একটা বিশেষ কারণেই করা হয়েছিল। সে স্কোয়াডে ছিল না। চোটের কারণে খেলার বাইরে ছিল। স্কোয়াডের বাইরে থেকে একজনকে এনে অধিনায়ক করার একটা বিশেষ কারণ ছিল। তার ওপর দায়িত্ব ছিল, আস্থা ছিল, বিশ্বাস ছিল। সে জন্যই তাকে অধিনায়ক করা হয়েছিল। সেও অসাধারণ কাজ করেছে।’

বাংলাদেশ দল যে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছে বা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বহুদিন ধরেই শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকে টপকে সাতে আছে, এর পেছনে মাশরাফির অবদানকে বড় করে দেখছেন বোর্ড সভাপতি। নাজমুলের ধারণা, বাংলাদেশ যে ওয়ানডেতে এখন ভয় জাগানো দল—এর পেছনে মাশরাফির উপস্থিতি ভূমিকা রেখেছে, ‘যতজন যাই করেছে, যে সাফল্য এসেছে তাকে ছাড়া সম্ভব হতো না। সে দারুণ কাজ করেছে, এতে কোনো সন্দেহ নেই।’

অধিনায়কত্ব ছেড়ে দিলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি মাশরাফি। ওয়ানডে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে বরং নিজের প্রত্যয়ের কথাই জানিয়েছেন তিনি। বোর্ড সভাপতির কণ্ঠেও মাশরাফি-স্তুতি, ‘প্রত্যেক খেলোয়াড়েরই একটা সময় থাকে। ফর্ম থাকে বা থাকে না। বয়সের ব্যাপার আছে, অবসরের ব্যাপার আছে। ও খেলার মাঝে থাকতে চায়, এটাকে স্বাগতম জানাই।’

নাজমুল অবশ্য জানিয়ে দিয়েছেন অন্য সবার মতোই এখন দলে টিকে থাকার জন্য নিজেকে প্রমাণ করতে হবে মাশরাফিকে। তবে এটাও বলে দিয়েছেন মাশরাফির ক্ষমতা তাঁর জানা আছে এবং বাংলাদেশের সফলতম অধিনায়ক এখনো সেরা রূপে ফেরার ক্ষমতা রাখেন, ‘ওকে অন্যান্য খেলোয়াড়দের মতো প্রতিদ্বন্দ্বিতা করেই দলে আসতে হবে। আমার মনে হয় না যে সে নিজেই মনে করে সে এখন সম্পূর্ণ ফিট। তবে ও অসম্ভব জেদি। পেছনে হটার লোক না। সে যদি মনে করে “আমি আবার খেলব, জাতীয় দলে ঢুকব”, আমি অবাক হব না। কিছুদিন পর যদি দেখা যায় সেই সেরা বোলার হিসেবে ঢুকে পড়ছে, আমি আশ্চর্য হব না।’