জেলে দিন কাটছে রোনালদিনহোর

প্যারাগুয়েতে গিয়ে ভালো বিপদেই পড়েছেন রোনালদিনহো। ছবি: এএফপি
প্যারাগুয়েতে গিয়ে ভালো বিপদেই পড়েছেন রোনালদিনহো। ছবি: এএফপি

জাল পাসপোর্ট বহনের দায়ে প্যারাগুয়ের জেলে আটক আছেন রোনালদিনহো। প্রথমে খুব একটা ঝামেলা হবে না বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে শুধু জাল পাসপোর্ট বহন করার নয়, আরও বেশ কিছু আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী এই ফুটবলারের বিপক্ষে।

রোববার রোনালদিনহোর মামলার কৌঁসুলি গ্লোবস্পোর্তকে জানিয়েছে, রোনালদিনহো ও তাঁর ভাই রবার্তো আরও আইন ভেঙেছেন, এমন তথ্য আছে তাঁদের কাছে। ওদিকে এ বিষয়ে রোনালদিনহোর আইনজীবী সার্জিও কুইরোজের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। কুইরোজ অবশ্য কাল বলেছিলেন রোনালদিনহোদের বিরুদ্ধে শুধু পাসপোর্ট জাল করার অভিযোগই তোলা হয়েছে, সে অভিযোগ তোলা হয়েছে তা একদম পরিষ্কার। কাগজ দেখলেই বুঝবেন, এতে তদন্ত করার কিছু নেই। এই আইনজীবীর দাবি দুই ভাইকে এভাবে আটকে রাখা ‘অপ্রয়োজনীয়, অবমাননাকর এবং বেআইনি।’

কুইরোজের আশা রোনালদিনহো ও তাঁর ভাই যেহেতু দোষ স্বীকার করে নিয়েছে তাতে বড় শাস্তি হবে না, ‘তারা স্বীকার করেছে যে জাল পাসপোর্ট ছিল তাদের কাছে। কিন্তু এতে প্যারাগুয়ের তো কোনো ক্ষতি হয়নি। রবার্তো ও রোনালদিনহো জানত না এই পাসপোর্টে কোনো ভুল আছে। আর তারা কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা করেছে।’

গত শনিবার রোনালদিনহো ও তাঁর ভাইকে জেলে আটকে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এক বিচারক জানিয়েছেন, এ দুজনের দেশ ছাড়া ঝুঁকিপূর্ণ এবং তদন্ত চলাকালে অবশ্যই তাদের প্যারাগুয়েতে আটক রাখা উচিত। প্যারাগুয়ের আইন অনুযায়ী ছয় মাস ধরে তদন্তকাজ চালানো যায়। গত কয়েক দিন ধরে একটি জেলের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দুই ভাইকে রাখা হয়েছে। গত বছর রোনালদিনহোর ব্রাজিলিয়ান পাসপোর্ট জব্দ করেছে দেশটি এবং তাঁর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এ অবস্থায় প্যারাগুয়ের পাসপোর্ট ব্যবহার করে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে বুধবার প্যারাগুয়েতে গিয়েছিলেন রোনালদিনহো।

নিজের বইয়ের প্রচার ও দাতব্য অনুষ্ঠানের শেষে রোনালদিনহোর হোটেল রুমে গিয়ে তাঁকে আটক করে প্যারাগুয়ের পুলিশ।