ভারতে রঞ্জির ফাইনালে দেখা দিল পাড়ার ক্রিকেট

শামসুদ্দিনের আহত হওয়া মজার এক দৃশ্যের জন্ম দিয়েছে। ছবি: সিএবি টুইটার
শামসুদ্দিনের আহত হওয়া মজার এক দৃশ্যের জন্ম দিয়েছে। ছবি: সিএবি টুইটার

পাড়ার ক্রিকেটে দৃশ্যটা বেশ পরিচিত। মাঠের মূল আম্পায়ারের দায়িত্বটা পান কাজটা বোঝেন এমন কেউ। আর লেগ আম্পায়ারের দায়িত্বটা কোনোমতে গছিয়ে দেওয়া হয় কাউকে। ওভারের পর ওভার চলে যায় কিন্তু মাঠে মূল আম্পায়ারের কাজটা একজনই করেন। অন্য প্রান্তের আম্পায়ারই তাঁর জায়গায় খুশি। কিন্তু এমন বালখিল্য ব্যাপার দেখা গেল সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটেও। আজ ভারতের রঞ্জি ট্রফির ফাইনালে মাঠে মাত্র একজন মূল আম্পায়ার দিয়ে খেলা চালানো হয়েছে।

১৩ বছর পর রঞ্জির ফাইনালে উঠেছে বাংলা দল। সৌরাষ্ট্রের সঙ্গে প্রথম দিনটা ভালোই কাটিয়েছে তারা। এর মাঝে গতকাল ফিল্ডারের এক থ্রো আম্পায়ার শামসুদ্দিনের পেটের নিচে লাগে। গতকাল সে চোট নিয়ে খুব একটা মাথা না ঘামালেও আজ সেটাই ঝামেলা পাকিয়েছে। রাতে ব্যথা বেড়ে যাওয়ায় আজ সকালে মাঠে নামেননি শামসুদ্দিন। ওদিকে তৃতীয় আম্পায়ার এস রভি ব্যস্ত ডিআরএস নিয়ে। মাঠে শামসুদ্দিনের বিকল্প হিসেবে স্থানীয় পীযূষ কাক্কারকে নামানো হলেও তাঁকে লেগ আম্পায়ার হিসেবেই দেখা গেছে। দুই প্রান্তে মূল আম্পায়ারের দায়িত্ব পালন করতে হয়েছেন অনন্ত পদ্মনাভনকে।

মধ্যাহ্নবিরতির পর শামসুদ্দিন স্টেডিয়ামে ফেরার পর এস রভি মাঠে নেমেছেন। আর আহত শামসুদ্দিন টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। তাঁর বিকল্প যশবন্ত বার্দেকে আগামীকাল থেকে মাঠে পাওয়া যায়।

মাঠের খেলায় অবশ্য প্রথম দিনের অস্বস্তি কাটিয়ে দাপট দেখাচ্ছে সৌরাষ্ট্র। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ৩৩৯ রান তুলেছে নিজের মাঠে ফাইনাল খেলার সুযোগ পাওয়া দলটি। প্রথমবারের মতো রঞ্জি জেতার অপেক্ষায় সৌরাষ্ট্র।