ক্রিকেটারদের হাত মেলাতে মানা করছে বিসিবি

করোনাভাইরাসের কারণে ক্রিকেটারদের একে অপরের সঙ্গে হাত মেলাতে নিরুৎসাহিত করছে বিসিবি। ছবি : শামসুল হক
করোনাভাইরাসের কারণে ক্রিকেটারদের একে অপরের সঙ্গে হাত মেলাতে নিরুৎসাহিত করছে বিসিবি। ছবি : শামসুল হক

প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হচ্ছে কাল থেকে। এই লিগকে সামনে রেখেই আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে একই সময় অনুশীলন করছিল চারটি দল, প্রায় ৬০-৭০ জন ক্রিকেটার ঘাম ঝরাচ্ছেন একই মাঠে। এর মধ্যে দেখা গেল, এক দলের ক্রিকেটাররা আরেক দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর বদলে মুষ্টি মেলাচ্ছেন। কুশল বিনিময়ের শুরু করছেন মুষ্টি মিলিয়ে!

কাল থেকে অনুশীলনের মুষ্টি মেলানোর হয়তো মাঠেও দেখা যেতে পারে। করোনাভাইরাস এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রিকেটারদের হাত মেলানো নিরুৎসাহিত করছে বিসিবি। এই বিষয়ে প্রতিটি দলের সঙ্গে আলোচনা করতে আজ বিকেল ৪টায় বৈঠক করবে বিসিবি।

প্রিমিয়ার ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক হয়েছে ওয়ালটন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সেই ঘোষণার সংবাদ সম্মেলনেই বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘হাত মেলানোর যে প্রচলিত বিধান, সেটা কীভাবে কমানো যায়, সে বিষয়ে আলোচনা হবে। আমরা যেহেতু অভ্যস্ত এ ব্যাপারে। (করোনাভাইরাস প্রতিরোধে) এ রকম কিছু বিষয় যেন দল গুলো অনুসরণ করে সেটা নির্ধারণ করা হবে।’

এ ছাড়া খেলোয়াড় ও কর্মকর্তাদের কেউ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে বোর্ডের মেডিকেল টিমকে জানাতে বলেছেন বিসিবি প্রধান নির্বাহী, ‘আমাদের কিছু উপদেশনামা থাকবে প্রতিটি দলের প্রতি। করোনাভাইরাস নিয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলোর নিয়ে আলোচনা হবে। আমাদের আজ বৈঠক আছে। কোনো খেলোয়াড় বা কর্মকর্তা যদি সামান্যতম অসুস্থবোধ করে বা কোনো ধরনের লক্ষণ দেখা দেয়, তাহলে যেন বিসিবির মেডিকেল দল ও ক্লাবকে জানাতে। ক্লাব যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে।’